বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০১৭, ০৯:২৪:০০

খেললেন না তামিম, সুযোগ লুফে নিলেন সাকিব

খেললেন না তামিম, সুযোগ লুফে নিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: কারো পৌষ মাস, কারো সর্বনাশ- কথাটি বললে কি বাড়াবাড়ি হবে? কোমরের ব্যথার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের দলে জায়গা পাননি তামিম ইকবাল। সেই সুযোগটি বলতে গেলে পুরোপুরি লুফে নিলেন সাকিব আল হাসান। সাকিবের কাজটা সাকিব নিজেই করেছেন যদিও হয় সেটা তামিম ভক্তদের জন্য দুঃসংবাদ।

আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দারুণ ইনিংস খেলার পথে তামিমকে ছাড়িয়ে যান সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী বনেন এই টাইগার অলরাউন্ডার।

বাংলাদেশের হয়ে ৫৬টি ম্যাচে ১২০২ রান করেন দেশের একমাত্র টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান তামিম। ৫৯তম ম্যাচে মাঠে নেমে তামিমকে ছাড়িয়ে যান সাকিব। ভিকাম সঞ্জয়ের করা ১৪তম ওভারের পঞ্চম বলে দুই রান নেয়ার পথে বন্ধুকে ছাড়িয়ে যান সাকিব। এতদিন তিন ধরনের ফরম্যাটেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তামিম। বৃহস্পতিবার টি-টোয়েন্টির কর্তৃত্ব দখলে নেন সাকিব।

কলম্বোতে ১১৭০ রান নিয়ে ব্যাটিং করতে নামেন সাকিব। ১৪তম ওভারে দুই রান নেয়ার মধ্য দিয়ে ১২০৪ রানে পৌঁছার মধ্য দিয়ে তামিমকে ছাড়িয়ে যান তিনি।
০৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে