বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ১০:৪৯:২৮

ডা. জাকির নায়েকের সংস্পর্শে এসে শহিদ আফ্রিদি যা বললেন

ডা. জাকির নায়েকের সংস্পর্শে এসে শহিদ আফ্রিদি যা বললেন

স্পোর্টস ডেস্ক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুপ্রসিদ্ধ বক্তা ও লেখক ডা. জাকির নায়েককে ‘নলেজ ইউনিভার্সিটি’ (জ্ঞানের বিশ্ববিদ্যালয়) বলে মন্তব্য করেছেন পাকিস্তানের হার্ড হিটার ব্যাটসম্যান বুম বুম খ্যাত শহিদ আফ্রিদি। দুবাইতে এক অনুষ্ঠানে একত্র হয়ে এই দুই মাধ্যমের দুই লিজেন্ড ছবিটি তুলে ফেসবুকে শেয়ার করেছেন। ডা. জাকির নায়েক সম্পর্কে আফ্রিদি বলেন, ‘বর্তমান বিশ্বে যে কয়জন জ্ঞানী ব্যক্তি ও পণ্ডিত আছেন তাদের মধ্যে ডা. জাকির নায়েক সর্বশ্রেষ্ঠ । তার জ্ঞানের পরিধি এতই বেশী যে, মাশাল্লাহ তাকে জ্ঞানের আধার বললেও ভুল হবে না।’ ডা. জাকির নায়েক মূলত ডাক্তারি পেশায় সবোর্চ্চ ডিগ্রী নেওয়ার পরও ধর্ম শাস্ত্রের একজন অপ্রতিদ্বন্দ্বী পণ্ডিত হয়ে উঠেছেন। তিনি নিজেকে একজন বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে পরিচয় দেন। তিনি একাধারে কুরআন, হাদিস, বাইবেল, বেদ, গীতা, সহ সকল ধর্ম গ্রন্থের উপর পাণ্ডিত্য অর্জন করেছেন। তিনি সকল ধর্মের মধ্যে সামঞ্জস্য বিধানের চেষ্টা করেন। ১৯৯১ সাল থেকে তিনি বিশ্বব্যাপী ইসলাম প্রচার করে আসছেন। সভা, সেমিনার, বিতর্কের মাধ্যমে তিনি সবার মাঝে ইসলামকে একটি বিজয়ী ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে চলেছেন। তার প্রতিষ্ঠিত IRF এবং Peace TV’ Network এর মাধ্যমে তিনি ইসলামের দাওয়াতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছেন। বিতর্ক ও সেমিনারে বক্তব্য দেওয়ার সময় বক্তব্যের প্রমাণে তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে অধ্যায় ও পৃষ্ঠা নম্বর দ্বারা রেফারেন্স দিয়ে থাকেন। যা তার অগাধ পান্ডিত্যের প্রমাণ দিয়ে থাকে। সুবহানআল্লাহ আসলেই কতই না সুন্দর মন্তব্য করেছেন পাকিস্তানের হার্ড হিটার ব্যাটসম্যান বুম বুম খ্যাত শহিদ আফ্রিদি। ২১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে