বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০১৭, ১০:১৭:৫০

অজানা ভয় নাইট শিবিরে, কী সেই ভয়?

অজানা ভয় নাইট শিবিরে, কী সেই ভয়?

স্পোর্টস ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স দলে যথেষ্ট ভারাসাম্য রয়েছে। আন্দ্রে রাসেলের পরিবর্ত খুঁজে পেয়েছে কেকেআর শিবির। নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি’ গ্র্যান্ডহোমকে নিয়ে জল্পনা নাইট-ভক্তদের মনে।

কলকাতা তাকিয়ে গৌতম গম্ভীরের দলের দিকে। শুক্রবার এবারের আইপিএলে অভিযান শুরু করছে কেকেআর। শাহরুখ খানের দলের প্রতিপক্ষ আবার সুরেশ রায়নার গুজরাত লায়ন্স। সেই রায়না, যাঁকে নিয়ে নানা রিপোর্ট প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। রায়নার কোচই অভিযোগ করেছিলেন, ‘খেলার প্রতি দায়বদ্ধতা কমে গিয়েছে সুরেশ রায়নার।’

পরে অবশ্য বাঁ হাতি ব্যাটসম্যান স্বয়ং জানিয়েছেন, মেয়ে এবং তাঁর অসুস্থতার জন্যই নিয়মিত ঘরোয়া ক্রিকেটে দেখা যায়নি তাঁকে। সেই রায়নার দল কেকেআর-কে চ্যালেঞ্জ জানাতে তৈরি। আর নাইটদের সামনে অন্য চ্যালেঞ্জ। পুরনো হারের প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছে কেকেআর।

গতবার গুজরাত লায়ন্স-এর কাছে হোম ও অ্যাওয়ে ম্যাচে হারতে হয়েছিল কেকেআর শিবিরকে। প্রথম সাক্ষাতে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ১২৪ রানের বেশি তুলতে পারেননি নাইটরা। জবাবে ব্যাট করতে নেমে সুরেশ রায়নার অপরাজিত ৫৩ রানের সৌজন্যে ম্যাচটি জিতে নেয় গুজরাত।

দ্বিতীয় সাক্ষাতেও কেকেআর-কে হারতে হয় গুজরাতের কাছে। অর্থাৎ গুজরাত গতবার দুটো সাক্ষাতেই হারিয়েছিল কেকেআর-কে। এই ভয় নাইট-ভক্তদের গ্রাস করেছে। শুক্রবার অবশ্য নতুন দিন। ম্যাচের ফলাফল কী হবে, তার উত্তর দেবে সময়।

গুজরাত লায়ন্স দলে রয়েছেন প্রাক্তন নাইট ব্রেন্ডন ম্যাকালাম। কিউয়ি এই ওপেনার চলতে শুরু করলে কী হতে পারে, তা হাড়েহাড়ে টের পেয়েছেন বিপক্ষের বোলাররা। ম্যাকালাম ছাড়া ক্যারিবিয়ান ডোয়েন স্মিথ, অজি অ্যারন ফিঞ্চ,  দীনেশ কার্তিকের মতো ব্যাটসম্যান রয়েছেন।

শুক্রবার অবশ্য গুজরাত পাচ্ছে না ক্যারিবিয়ান ডোয়েন ব্র্যাভোকে। শুধু ব্র্যাভোই নন, ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ‘ম্যান অফ দ্য সিরিজ’ রবীন্দ্র জাদেজাকেও পাচ্ছেন না রায়না। গুজরাত লায়ন্সের ব্যাটিং দীনেশ কার্তিকের উপরে নির্ভর করে রয়েছে। ঘরোয়া ম্যাচে কার্তিক ৮৫৪ রান করেছেন।

কলকাতা নাইট রাইডার্স দলে যথেষ্ট ভারাসাম্য রয়েছে। আন্দ্রে রাসেলের পরিবর্ত খুঁজে পেয়েছে কেকেআর শিবির। নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি’ গ্র্যান্ডহোমকে নিয়ে জল্পনা নাইট-ভক্তদের মনে।

রাসেলের অভাব কি মেটাতে পারবেন কিউয়ি এই অলরাউন্ডার? ইংল্যান্ডের ক্রিস ওকস, কিউয়ি পেসার ট্রেন্ট বোল্টকে নিয়েছে কেকেআর। বারুদ মজুদ। বিস্ফোরণের কেবল অপেক্ষা।-এবেলা  
০৬ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে