বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০১৭, ১১:৪৫:১৩

আবেগময় উদযাপনে মাশরাফির বিদায়

আবেগময় উদযাপনে মাশরাফির বিদায়

স্পোর্টস ডেস্ক : নুয়ান কুলাসেকারার ক্যাচ হাতে জমালেন মাহমুদউল্লাহ। ফাইন লেগে থাকা মাশরাফি বিন মুর্তজা টুপি খুলে নিলেন বাঁ হাতে, ডান হাতে আকাশের দিকে ইঙ্গিত করলেন কিছু একটা। তার বিদায়ী ম্যাচে অভিষেক হওয়া মেহেদী হাসান মিরাজ এসে জড়িয়ে ধরলেন অধিনায়ককে, অন্যরা একে একে এসে হাত মেলালেন। আবেগময় উদযাপন শ্রীলঙ্কায় স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম জয় আর তাদের অধিনায়কের বিদায়।

২য় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৫ রানের অনায়াস জয় পেয়েছে বাংলাদেশ। অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। মুস্তাফিজুর রহমান ফিরেছেন চেনা ছন্দে। সৌম্য সরকার-ইমরুল কায়েসের ব্যাটে ছিল ঝড়।

লাসিথ মালিঙ্গার হ্যাটট্রিকেও সিরিজ জেতা হল না শ্রীলঙ্কা। প্রথমবারের মতো দেশটিকে থেকে কোনো সিরিজ না হেরে ফিরছে বাংলাদেশ। এর আগে টেস্ট ও ওয়ানডে সিরিজও ড্র হয়েছিল ১-১ ব্যবধানে।

আগের ম্যাচেই আচমকা ঘোষণা দিয়েছেন মাশরাফি, এই সিরিজই তার টি-২০ ক্যারিয়ারে শেষ সিরিজ। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে আজকের ম্যাচটি তার শেষ ম্যাচ। হঠাৎ দলপতির অবসরের ঘোষণায় ক্রিকেটাররা স্তব্ধ হয়ে গেলেও আজকের ম্যাচে টাইগাররা জয়ের জন্য ছিল প্রতিজ্ঞাবদ্ধ। শ্রীলঙ্কাকে হারিয়েই মাশরাফিকে বিদায়ী উপহার দিতে চান সতীর্থরা। সেই প্রতিজ্ঞাই পুরণ করলেন টাইগাররা।

০৬ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে