শুক্রবার, ০৭ এপ্রিল, ২০১৭, ১২:১৪:১১

অভিষেক ম্যাচেই আইপিএলে বাজিমাত দেখালেন ইমরান তাহির

অভিষেক ম্যাচেই আইপিএলে বাজিমাত দেখালেন ইমরান তাহির

স্পোর্টস ডেস্ক: গতকাল প্রথম দিনের খেলায় বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে জয় দিয়ে শুভসূচনা করেছে মুস্তাফিজিবিহীন সানরাইজার্স হায়দারাবাদ।

আজ দ্বিতীয় দিনের খেলায় আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ও স্টিভ স্মিথের রাইজিং পুনে সুপারজায়ান্টস। তবে এই ম্যাচে বল হাতে বাজিমাত দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার অভিষিক খেলোয়াড় ইমরান তাহির।

প্রথমে টসে জিতে স্মিথ ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় মুম্বাইকে।  নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে মুম্বাই।  দলীয় সর্বোচ্চ রান করেন জস বাটলার ৩৮।  ১৯ বলে ৩টি চার ও ৩টি ছয়ের মারে তিনি এই রান করেন।

অভিষেক আইপিএলেই বাজিমাত করেছেন ইমরান তাহির।  ৪ ওভারে ২৮ রান দিয়ে তুলে নিয়েছেন ৩টি মূল্যবান উইকেট।  স্টোকসও ৩৬ রানে ১টি উইকেট শিকার করেছেন।

শেষ ওভারে দিন্দার বলে পাণ্ডে ৪টি ছয় ও ১টি চার মেরে দলের জন্য বড় সংগ্রহ দার করেন। স্মিথ, ধোনি, স্টোকসের সামনে জয়ের জন্য দরকার ১৮৫ রান।  এখন দেখার অপেক্ষা কোন দল জয় নিয়ে মাঠ ছারে।
০৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে