রবিবার, ০৯ এপ্রিল, ২০১৭, ০৩:১৮:৪০

‘জুতার ফিতা বাঁধায় নেইমারকে হলুদ কার্ড’

 ‘জুতার ফিতা বাঁধায় নেইমারকে হলুদ কার্ড’

স্পোর্টস ডেস্ক: মালাগার মাঠে ২-০ গোলে হেরে গিয়ে ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে বাজে রেফারিংয়ের সমালোচনা করেছেন লুইস এনরিকে। জুতার ফিতা বাঁধার কারণে নেইমারকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করায় রেফারির ওপর চটেছন বার্সা কোচ।

সেটাই উগড়ে দিলেন ম্যাচের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার সময়। বার্সেলোনা বস বলেছেন, ‘এমন রেফারিং সত্যিই কষ্টকর ও দুঃখজনক। জেসুস গিলের মতো অভিজ্ঞ রেফারির কাছ থেকে এমন আচরণ সত্যিই হতাশাজনক।’

প্রথমার্ধের ২৭ মিনিটে একটি ফ্রি-কিক পায় মালাগা। সেসময় নেইমার জুতার ফিতা বাঁধার কারণে তাকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করেন রেফারি। নেইমার নাকি তখন ইচ্ছেকৃতভাবে সময় নষ্ট করেছেন। যাকে আদতে ভুল সিদ্ধান্ত বলছেন এনরিকে।

রেফারির ওরকম ভুল সিদ্ধান্তে পরে বার্সাকে ভুগতে হয়। ম্যাচের ৬৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়েন নেইমার। অবশ্য অহেতুক এক ফাউলে জড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন নেইমার।

পরে ৮৮ মিনিটের সময় নিশ্চিত একটি পেনাল্টিও বার্সাকে দেননি রেফারি। শেষপর্যন্ত ম্যাচটা হেরে যায় বার্সা। লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল। উল্টো এক ম্যাচ বেশি খেলে শীর্ষ দল রিয়ালের থেকে এখন ছয় পয়েন্ট পিছিয়ে পড়েছে। লিগ শিরোপাই যেন ধূসর হয়ে গেছে শনিবার রাতের এই হারে।

এতকিছুর পরও আশা হারাচ্ছেন না এনরিকে। দৃঢ় বিশ্বাস সামনের ম্যাচগুলোতে জয়ে ফিরবে বার্সা। লা লিগায় এল ক্ল্যাসিকোর আগে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে বার্সাকে। লিগের সামনের ম্যাচগুলো নিয়ে এনরিকে বললেন, ‘আমাদের সামনের ম্যাচগুলো আরো কঠিন হবে, গত ম্যাচেই বিপক্ষ দল যেরকম ফাউল করেছে তার কোন সিদ্ধান্ত অনুকূলে যায়নি। আমাদের এইসবের ভেতর দিয়েই নিজেদের সেরা খেলাটা খেলতে হবে।’

হারের টাটকা ক্ষতের সামনে দাঁড়িয়ে এদিন চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও বলতে হলো বার্সা কোচকে, ‘এপ্রিলের ১২ তারিখে আমাদের চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের লড়াই, জুভেন্টাসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। ওই ম্যাচে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। ঘরের মাঠে টানা ৩২ ম্যাচে জিতেছে জুভেন্টাস। আমাদের সতর্ক থাকতে হবে।’
৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে