রবিবার, ০৯ এপ্রিল, ২০১৭, ০৫:১৩:০০

ক্রিস লিনের মন্ত্র, বল দেখো আর ছক্কা মারো

ক্রিস লিনের মন্ত্র, বল দেখো আর ছক্কা মারো

স্পোর্টস ডেস্ক: ক্রিস লিনের নাম শুনলেই এতদিন কলকাতা নাইট রাইডার্সের ভক্তদের চোখে ভেসে উঠত একটা ছবি। বাউন্ডারি লাইনে অবিশ্বাস্য ক্ষিপ্রতা আর নমনীয়তায় শরীর ভাসিয়ে এ বি ডিভিলিয়ার্সের ক্যাচ নেওয়ার ছবি।

শুক্রবার থেকে অবশ্য ব্যাটসম্যান লিনও জায়গা করে নিয়েছেন নাইট-সমর্থকদের মনে। গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ৪১ বলে ৯৩ রান করে ম্যাচ জিতিয়েছেন। তাও প্রথমবার কেকেআরের হয়ে ইনিংস ওপেন করে।

ম্যাচের পর লিন বলে দিলেন, ওপেন করতে যাওয়ার সময় তাঁর লক্ষ্য ছিল কোচ জাক কালিস ও অধিনায়ক গৌতম গম্ভীরকে গর্বিত করে তোলা। কেকেআরের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে লিন বলেছেন, আমাকে যখন ওপেন করতে যাওয়ার কথা বলা হয়েছিল, এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম। যে কোনও পরিস্থিতিতে সুযোগের জন্য মরিয়া ছিলাম। ওপেন করতে যাওয়ার সময় আমার লক্ষ্য ছিল কোচ ও অধিনায়ককে গর্বিত করে তোলা। মনে হয় সেটা পেরেছি।

বিগ ব্যাশ লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পর এবার আইপিএলেও ব্যাট হাতে ঝড় তুললেন লিন। কীভাবে এত ধারাবাহিক হয়ে উঠলেন? আইপিএলের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলীয় ক্রিকেটার বলেছেন, আমি চেষ্টা করেছি সব কিছু খুব সহজ রাখার। মন্ত্রটা হল বল দেখো আর ছক্কা মারো।

যদি বোলার একটা বল ভাল করে, তাহলে সিঙ্গলস নিয়ে অন্য প্রান্তে চলে যাও। কিন্তু মারার বল পেলে মারো। আমি যদি উপভোগ করতে না পারি, তাহলে সাফল্য পাব না।’ লিন আরও বলেছেন, ক্রিজে যেভাবে অধিনায়ক গম্ভীরের সঙ্গে বোঝাপড়াটা তৈরি হয়েছিল, তাতে আমি খুব খুশি।’
০৯ এপ্রিল ২০১৭/ এমটি নিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে