রবিবার, ০৯ এপ্রিল, ২০১৭, ০৭:৫৩:৪৪

দ্বিতীয় ম্যাচেও বিশাল জয় পেয়েছে মুস্তাফিজের হয়দরাবাদ

দ্বিতীয় ম্যাচেও বিশাল জয় পেয়েছে মুস্তাফিজের হয়দরাবাদ

স্পোর্টস ডেস্ক: চলমান আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে মুস্তাফিজের সানরাইজার্স হয়দরাবাদ। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৩৫ রানে হারায় তারা। শ্রীলঙ্কার সফরের জন্য এই দুইটি ম্যাচ খেলা হয়নি মাস্টারের। তবে হয়দরাবাদের আগামী ম্যাচ থেকে আইপিএল মাঠে ফিরবেন মুস্তাফিজ।

আজ ঘরের মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাট লায়ন্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অরেঞ্জ আর্মিরা। গুজরাটের ছুড়ে দেওয়া ১৩৬ রানের টার্গেট ১৫.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে হায়দরাবাদ।

আজ গুজরাট লায়ন্সের বিপক্ষে  প্রথমে বল হাতে অবদান রাখলেন রশিদ খান ও ভুবনেশ্বর কুমার। রশিদ খান ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট। আর ভুবনেশ্বর কুমার ২১ রান দিয়ে নেন ২ উইকেট। তাতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রানের বেশি করতে পারেনি গুজরাট লায়ন্স।

১৩৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২ রানের মাথায় শিখর ধাওয়ানকে হারায় হায়দরাবাদ। ৯ বলে ৯ রান করে আউট হন ধাওয়ান। এরপর দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন ডেভিড ওয়ার্নার ও মইসেস হেনরিকোয়েস। তারা দুজন ১২.২ ওভারে ১০৮ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ওভার প্রতি ৮.৭৫ গড়ে রান তোলেন ওয়ার্নার ও হেনরিকোয়েস।

১০৮ রানের জুটিতে ওয়ার্নার করেন ৭৬, ৫২ রান করেন হেনরিকোয়েস। ৪৫ বলে ওয়ার্নারের খেলা ৭৬ রানের ইনিংসে ৪টি ছক্কার মারের পাশপাশি ৬টি চারের মার ছিল। ৩৯ বলে খেলা হেনরিকোয়েসের ইনিংসে ৬টি চারের মার থাকলেও কোনো ছক্কার মার ছিল না।

এ জয়ের ফলে ২ ম্যাচের ২টিতেই জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে দুই ম্যাচের ২টিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে সুরেশ রায়নার গুজরাট লায়ন্স।
০৯ এপ্রিল ২০১৭/ এমটি নিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে