রবিবার, ০৯ এপ্রিল, ২০১৭, ০৮:১৮:২১

ফুটবল খেলতে গিয়ে তিন যুবকের মৃত্যু

ফুটবল খেলতে গিয়ে তিন যুবকের মৃত্যু

স্পোর্টস ডেস্ক : পরিত্যক্ত একটি কুয়া থেকে বল তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসের বলি হল তিন কিশোর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরার আগরতলা থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে ধলাই জেলার প্রত্যন্ত ছাওমনু থানা এলাকায়।

রোববার এলাকায় গিয়ে ওই কুয়ো ভরাট করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক বিকাশ সিং। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন স্থানীয় বিধায়ক নিরাজয় ত্রিপুরা সহ অন্যান্য জনপ্রতিনিধিরাও। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ঘটনার সূত্রপাত শনিবার বিকাল ৫টা। অন্যান্য দিনের মতো, স্থানীয় পদ্মরাইবাড়ি জেবি স্কুল মাঠে ফুটবল খেলতে গিয়েছিল কয়েকজন যুবক। খেলার সময়ে আচমকা বলটি কুয়োতে পরে যায়।পদ্মরাইবাড়ি জেবি স্কুল চত্বরেই রয়েছে ওই কুয়োটি। এর গভীরতা আনুমানিক ২৭-৩০ ফুট বলে জানিয়েছেন স্থানীয়রা।

বলটি তুলতে প্রথমে কুয়োতে নামে ওই স্কুলেরই নবম শ্রেণীর ছাত্র খদ্যজায় আসলং (১৫)। অনেকটা সময় পেরিয়ে গেলেও সে উঠে না আসায় কুয়োয় নামে ফরেন্দ্র ত্রিপুরা (২২) নামে আরেক কিশোর। সেও না উঠে আসায় কিছুক্ষণ পর দুইজনের খোঁজে সেখানে নামে অপর এক যুবক রঞ্জিত কুমার ত্রিপুরা (২৬)। কিন্তু সেও উপরে আসছে না দেখে ডবল মোহন ত্রিপুরা নামে আরেক যুবক কুয়োয় নামতে যায়।

বিষাক্ত গ্যাসের ফলে কূয়োয় আটকে থাকা কিশোররা চিত্‍কার করতে পারছিল না। ফলে কারোর পক্ষেই বোঝার উপায় ছিল না অন্ধকার কুয়োয় কী চলছে। এমতাবস্থায় পরিত্যক্ত কুয়োয় আটকে পড়া এক কিশোর হাত নাড়িয়ে ডবল মোহনকে নিচে না নামতে ঈশারা দিলে সে দ্রুত উপরে উঠে আসে।

এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় কান্নার রোল উঠে। খবর দেওয়া হয় ছাওমনু থানায়। ছুটে আসে দমকলকর্মীরাও। কিন্তু কোনও পরিকাঠামো না থাকায় দমকল কর্মীরা কিছুই করতে পারেননি। কুয়োয় আটক তিন কিশোরকে উদ্ধার করতে আসে উদ্ধারকর্মীরা। রাত সাড়ে ১০টা নাগাদ মৃতদেহগুলি হুক লাগিয়ে উদ্ধার করা হয়। এরপর দেহগুলি নিয়ে যাওয়া হয় ছাওমনু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ময়নাতদন্তের পর মৃতদেহগুলি পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

জেলাশাসক, মহকুমাশাসকসহ অন্যান্যরা এদিন পদ্মরাইবাড়ি জেবি স্কুল মাঠে গিয়ে কুয়াোটি ভরাট করে দিতে নির্দেশ দিয়েছেন। কিন্তু ততক্ষণে পরিত্যক্ত ওই কুয়ো ছিনিয়ে নিয়েছে তিন তিনটি তাজা প্রাণ। একটি স্কুলের পাশে কীভাবে দীর্ঘদিন ধরে এভাবে অব্যবহৃত অবস্থায় পরে ছিল তা নিয়েই উঠছে প্রশ্ন।
০৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে