সোমবার, ১০ এপ্রিল, ২০১৭, ১২:৪৮:৩৩

টি-টোয়েন্টি খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশের হুইল চেয়ার ক্রিকেট দল

  টি-টোয়েন্টি খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশের হুইল চেয়ার ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশের বিশেষ ক্রিকেট দল। বাংলাদেশের একদল হুইল চেয়ার ক্রিকেটার আজ সোমবার ভারতের হরিয়ানায় যাচ্ছে। সেখানে কাল থেকে শুরু হবে ভারতীয় হুইল চেয়ার ক্রিকেটারদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ।

বাংলাদেশের এ দলটিকে সংগঠিত করেছে একটি বেসরকারি সংগঠন ড্রিম ফর ডিজ্যাবিলিটি ফাউন্ডেশন। সংগঠনটি সারা বাংলাদেশ থেকে শারীরিক প্রতিবন্ধীদের একত্রিত করে ক্রিকেটের প্রশিক্ষণ দিয়েছে।

এই ক্রিকেট দলের অধিনায়ক হাবিব মোল্লা বলছিলেন, "আমরা ছোটবেলা থেকেই ক্রিকেট খেলা দেখি। একপর্যায়ে মনে হলো আমরাও বোধ হয় চেষ্টা করলে পারবো। মনের মধ্যে সেই জোর আছে।"

শারীরিক সীমাবদ্ধতা থাকলেও সেই মানসিক শক্তি নিয়েই এগুলেন হাবিব মোল্লা। বন্ধুদের নিয়ে খেলা শুরু করলেন। শুরু হলো অন্য শারীরিক প্রতিবন্ধীদের উৎসাহিত করা।

গঠিত হলো হুইল চেয়ার ক্রিকেটার দল। কিন্তু হুইল চেয়ারে বসে কিভাবে হয় এই খেলা।

হাবিব বলছেন, "এখানে যে বল ব্যবহার করা হয় সেটি একটু আলাদা থাকে যার ওজন থাকে সাধারণ ক্রিকেটের থেকে কম। মাঠের আকারও একটু ছোট থাকে। আর বাকি সব মোটামুটি একই। কিন্তু খেলাটা হয় হুইলচেয়ারে বসেই।"

এই দলে রয়েছে ছাত্র ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রতিবন্ধী ব্যক্তি। সরকারি চাকুরীজীবীও আছেন। হুইল চেয়ারে বসেও ক্রিকেট খেলা যায় সেটিই তারা প্রমাণ করতে চান।
১০ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে