সোমবার, ১০ এপ্রিল, ২০১৭, ০১:২৪:৫৫

ঘরোয়া লিগে একই দলে মাশরাফি ও মুশফিক, কে হবেন অধিনায়ক?

 ঘরোয়া লিগে একই দলে মাশরাফি ও মুশফিক, কে হবেন অধিনায়ক?

স্পোর্টস ডেস্ক: শুরু হতে যাওয়া ঘরোয়া লিগে একই দলে মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম। মাশরাফি এমনিতে ওয়ানডে দলের অধিনায়ক। অন্যদিকে মুশফিকুর রহীম নেতৃত্ব দেন বাংলাদেশ টেস্ট দলের। মাশরাফি টেস্ট না খেললেও মুশফিক তার নেতৃত্বে ওয়ানডেতে খেলেন।

খেলেছেন টি-টোয়েন্টিতেও। কিন্তু তার ক্রিকেট ইতিহাসে ঘরোয়া ক্রিকেটে এক দলে কখনো খেলা হয়নি। কিন্তু এবারই প্রথম ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে একই দলে দেখা যাবে দেশের ক্রিকেটের এই মহা দুই তারকাকে। তারা খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। তবে কে হবেন অধিনায়ক?

১৭ই মার্চ শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিকতা শেষ করে দেশ ছেড়েছিলেন মাশরাফি। শুধু অপেক্ষা ছিল মুশফিক ও তার ভায়রা মাহমুদুল্লাহ রিয়াদের জন্য। কিন্তু রিয়াদকে শেষ পর্যন্ত আবাহনী দলে টানে। কিন্তু মুশফিক রয়ে যান রূপগঞ্জে খেলার জন্য। অবশেষে গতকাল দুপুরে রূপগঞ্জের আনুষ্ঠানিকভাবে নিজেকে যুক্ত করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। সেই সুবাদে দেশের দুই অধিনায়ককে প্রথমবারের মতো ঘরোয়া ক্রিকেটে এক সঙ্গে একই দলের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে। জানা গেছে, প্রায় অর্ধকোটি টাকায় মুশফিক খেলছেন রূপগঞ্জে।

প্রথমবারের মতো মাশরাফিকে নিজের দলে পেয়ে খুব উচ্ছ্বসিত মুশফিকুর রহীম। গতকাল দলবদলের পর তিনি অনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের সঙ্গে তার সেই উচ্ছ্বাসের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘মাশরাফি ভাইয়ের সঙ্গে ঘরোয়া লীগে এবারই প্রথম। মনে হয় এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ওনার মতো এতবড় একজন প্লেয়ারের সঙ্গে খেলতে পারা আমার জন্য বড় একটা সুযোগ।

আশা করবো এটা যেন স্মরণীয় থাকে।’লীগের লক্ষ্য ও দল নিয়ে মুশফিক বলেন, ‘প্রতিবছরই নতুন চ্যালেঞ্জ থাকে। আর যেহেতু এবার নতুন ক্লাবে খেলছি তাদেরও লক্ষ্য আছে। আমারও ব্যক্তিগত লক্ষ্য আছে। চেষ্টা করবো যেন তাদের লক্ষ্য পূরণ করতে পারি। আমাদের দলটা অন্যান্য দলের মতো শক্তিশালী না হলেও সিনিয়র-জুনিয়র মিলিয়ে ভারসাম্যপূর্ণ হয়েছে। আমরা যদি মাঠে পারফর্ম করতে পারি তাহলে ফলাফল অবশ্যই ভালো হবে।’

সামনেই জাতীয় দলকে বিদেশ চলে যেতে হবে। যে কারণে খেলা হবে না লীগে বেশিরভাগ ম্যাচই। এই নিয়ে মুশফিক বলেন, ‘এখানে জাতীয় দলের যারাই থাকবে তারা সবাই পুরো লীগ না খেলতে পারলেও যে ক’টাতেই পারবে, আমি বলবো আমাদের অবদান রাখার অনেক কিছুই আছে। কারণ, ক্লাব অবশ্যই চায় আমরা যারা জাতীয় দলের প্লেয়ার আছি, এখানে ভালো খেলি।

তাই চেষ্টা থাকবে যেভাবে আন্তর্জাতিক ম্যাচগুলোতে আমরা পারফর্ম করছি তার ধারাবাহিকতা ঘরোয়া লীগেও ধরে রাখতে। চ্যাম্পিয়ন আবাহনী ও প্রথম বিভাগ থেকে রানার্সআপ হয়ে লীগে আসা খেলাঘর সমাজকল্যাণ সমিতির মধ্য দিয়ে ১২ই এপ্রিল ফতুল্লায় গড়াবে ২০১৬-১৭ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ। একই দিন বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে গড়াবে লীগের আরো দুটি ম্যাচ।
১০ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে