সোমবার, ১০ এপ্রিল, ২০১৭, ০৪:৪৭:৫২

আর মাত্র ২৫ রানের অপেক্ষায় ক্রিস গেইল

আর মাত্র ২৫ রানের অপেক্ষায় ক্রিস গেইল

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। নামেই যার পরিচয়। দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়েছেন আর ভেঙেছেন। এবার দারুণ একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে এই বিধ্বংসী ব্যাটসম্যান।

টি-টোয়েন্টিতে আর মাত্র ২৫ রান হলেই তিনি ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। পাশাপাশি ক্রিকেটের তিন সংস্করণেই ১০ হাজার রানের গর্বিত মালিক হবেন গেইল।

টি-টোয়েন্টিতে ঘরোয়া-আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে গেইলের রান ৯ হাজার ৯৭৫। এর মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর রান ১৫১৯। অর্থাৎ আইপিএল, বিগ ব্যাশ, ক্যারিবীয় টি-টোয়েন্টির মতো ঘরোয়া লিগগুলোতেই গেইল রান তুলেছেন ৮ হাজার ৪৫৬! গড় ৪০.৫৪! এখন পর্যন্ত ২৮৩ ইনিংসে ৭৩৫টি ছক্কা হাঁকিয়েছেন 'সিক্স মেশিন' খ্যাত গেইল। ছক্কাতেই তার সুখ, ছক্কাতেই তার আনন্দ। বোলারদের ঘুম হারাম করে দিতে তিনি একাই একশ!

এই সুযোগটি হয়তো আজকেই পেতে পারেন ক্যারিবীয়ান দানব। কারণ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আইপিএলের আজকের ম্যাচে মুখোমুখি হবে গেইলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একাদশে সুযোগ পেলে ৪টি ছক্কা আর ১টি সিঙ্গেল নিলেই গেইল পৌঁছে যাবেন দারুণ এই মাইলফলকে।  
১০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে