সোমবার, ১০ এপ্রিল, ২০১৭, ০৫:৩৮:৫১

প্রিয় ক্রিকেট ঈশ্বর, আমি কী ভুল কিছু করেছি!

প্রিয় ক্রিকেট ঈশ্বর, আমি কী ভুল কিছু করেছি!

স্পোর্টস ডেস্ক: মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে ফিল্ডিং করার বাম কাঁধে চোট পান ক্রিস লিন। দুই বছরের মধ্যে একই কাঁধে তৃতীয়বার চোট পেলেন তিনি। আশঙ্কা করা হচ্ছে এই চোটের ফলে আইপিএল থেকেই ছিটকে যেতে পারেন ২৬ বছরের হার্ড হিটার।

প্রথম ম্যাচেই দুরন্ত ইনিংস খেলেন এই অজি তারকা। গুজরাট লায়ন্সের বিপক্ষে ৬টি চার ও ৮টি ছক্কায় ৪১ বলে ৯৩ রানে অপরাজিত থাকেন্ স্ট্রাইক রেট ২২৬.৮২৷ তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক গৌতম গম্ভীর (৪৮ বলে ৭৬ )৷ কোনো উইকেট না হারিয়েই ৩১ বল হাতে রেখে ১৮৪ রানের চ্যালেঞ্জিং টার্গেট টপকে যায় কেকেআর৷

মুম্বাইয়ের বিরুদ্ধে লিনের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩২৷ টান টান উত্তেজনার এই ম্যাচে ১ বল বাকি থাকতে ৪ উইকেটে হেরে যায় কিংখানের কেকেআর৷ মুম্বাই ম্যাচ শেষে নিজের অফিসিয়াল টুইটার পেজে টুইট করেন লিন, ‘প্রিয় ক্রিকেট ঈশ্বর, আমি কী ভুল কিছু করেছি?’ লিনের ইনজুরি কতটা গুরুতর, পরবর্তী ম্যাচে খেলতে পারবেন কিনা বা কতদিন খেলার বাইরে থাকতে হবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি কেকেআর ম্যানেজমেন্ট।
১০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে