সোমবার, ১০ এপ্রিল, ২০১৭, ০৬:০৯:০৩

আইপিএল ট্রফিতে সংস্কৃত ভাষায় কী লেখা থাকে!

আইপিএল ট্রফিতে সংস্কৃত ভাষায় কী লেখা থাকে!

স্পোর্টস ডেস্ক: দেখতে দেখেত দশে পা দিল ইন্ডিয়ান প্রিমিয়র লিগ৷সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদল এসেছে অনেক৷২০০৮-এ রাজস্থান রয়্যালস টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন হয়৷ শেন ওয়ার্নদের হাতে যে ট্রফিটা উঠেছিল সেটা ভারতীয় মানচিত্রের আদলেই তৈরি করা হয়েছিল৷

এরপরের দু’টি সংস্করণেও সেই একই ট্রফি ছিল৷ডেকান চার্জাস (২০০৯) ও চেন্নাই সুপার কিংস (২০১০) চ্যাম্পিয়ন হয়েছিল৷কিন্তু ২০১১ থেকে ট্রফিটি আমূল বদলে যায়৷সেবারও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই চ্যাম্পিয়ন হয়৷শেষ ছ’টি মরশুম ধরেই একই ট্রফি চলে আসছে৷এই ট্রফিটি কিন্তু মোটেই সাধারণ কোনও ট্রফি নয়৷এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে৷

আইপিএল-এর প্রথম তিনটি সংস্করণই বেশ কিছু ক্রিকেটার তুলে আনতে পেরেছিল৷তরুণ ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার মঞ্চ হয়ে দাঁড়ায় আইপিএল৷ফলে বিসিসিআই ট্রফির গায়ে সংস্কৃত ভাষায় খোদাই করে লিখে দিল ‘যাত্রা প্রতিভা অবসরা প্রাপনোতিহি’। বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায় এখানে সুযোগ আর প্রতিভা এসে মেশে৷

আইপিএল-এর ট্রফিটিতে ৬৮.৭৭ ক্যারাটের হিরে রয়েছে৷এর সঙ্গেই ২১৮.৫৫ ক্যারাটের হলুদ নীলকান্তমণি ও ৯৮৬ ক্যারাটের নীলকান্তমণি থাকে৷২৪৮.৭০ ক্যারাটের রুবি ও ৩৪৫৫.৭৫ ক্যারাটের সোনাও আছে ট্রফিটিতে৷সংস্কৃত ভাষায় লেখা শব্দটির মানে জানার পর বিদেশি ক্রিকেটাররাও ভূয়সী প্রশংসা করেছিলেন৷
১০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে