সোমবার, ১০ এপ্রিল, ২০১৭, ০৬:১৫:৩৯

এবার কলকাতার হাতেই শিরোপা দেখছেন সাকিব

এবার কলকাতার হাতেই শিরোপা দেখছেন সাকিব

স্পোর্টস ডেস্ক: ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এক বল বাকি থাকতে চার উইকেটে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ম্যাচেই মৌসুমের প্রথম হারের স্বাদ পেল কলকাতা।

তবে, সাকিব আল হাসান মনে করছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরে শিরোপা জয়ের সকল সম্ভাবনাই কেকেআরের মধ্যে আছে। তিনি ওয়ানইন্ডিয়া.কমকে বলেন, ‘আমরা এই মৌসুমের সবচেয়ে ব্যালান্সড দল। বোলিং, ব্যাটিং আর ফিল্ডিং - সব মিলিয়ে আমরা শিরোপার যোগ্য দাবীদার।’

আইপিএলে কলকাতা এখন অবধি দু’টো ম্যাচ খেলে ফেললেও মাঠে নামার সুযোগ হয়নি সাকিবের। তবে, শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে ভাল পারফরম্যান্স দিয়ে এবার আইপিএলে ঝড় তোলার ব্যাপারে আশাবাদী বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সফরে আমি রানের মধ্যেই ছিলাম। সেটা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আইপিএলে কেকেআরের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে তাই আমি আশাবাদী।’

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সাকিব বলার মত কিছু করতে না পারলেও ঠিকই জাত চিনিয়েছেন দ্বিতীয় ম্যাচে। সেদিন ৩১ বলে ৩৮ রান আর চার ওভার বল করে ২৪ রান দিয়ে পেয়েছেন তিন উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তাঁরই হাতে।

কলকাতার ঘরের মাঠ ইডেনের উইকেট সবুজ ঘাসে মোড়ানো বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যমগুলো। সেখানে সাকিবের মত স্পিনাররা কি সাফল্য আনতে পারবেন? বাঁ-হাতি স্পিনার সাকিব অবশ্য আশাবাদী।

তিনি বলেন, ‘হবে পারে গ্রিন টপ আছে। কিন্তু, একই সাথে ওই উইকেট থেকে স্পিনাররা সহায়তা পাবেন বলে আমি মনে করছি। ম্যাচে যত দ্রুত সময়ের মধ্যে ওই সুবিধা পাওয়া যায়, তত দ্রুত প্রতিপক্ষকে আটকানো সহজ হবে।
১০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে