স্পোর্টস ডেস্ক: একটা সময়ে জাতীয় দলের ‘অটোমেটিক চয়েজ’ ছিলেন জুনায়েদ সিদ্দিকী। ছিলেন তামিম ইকবালের উদ্বোধনী সঙ্গি। সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১২ সালে। ঘরোয়া লিগে নিয়মিত পারফরম করা সত্বেও সুযোগ পাননি জাতীয় দলে। দীর্ঘদিন উপেক্ষিত থাকায় এখন বাংলাদেশ দলের হয়ে খেলার ব্যাপারে ভাবনা নেই বাঁ-হাতি এই ব্যাটসম্যানের।
রবিবার খেলাধুলা ডটকমের সাথে একান্ত আলাপে জাতীয় দলের এই টপঅর্ডার ব্যাটসম্যান একটু আফসোসের সুরেই বলেন, ‘কোনো লক্ষ্য নেই ভাই। আপাতত জাতীয় দল নিয়ে আমার কোনো ভাবনা নেই। প্রিমিয়ার লিগটা ভালো হোক; তারপর চিন্তা করব। ভালো খেললে তখন চিন্তাটা করা যায়।’
জাতীয় দলের হয়ে ১৯টি টেস্ট, ৫৪টি ওয়ানডে এবং ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা জুনায়েদ বলেন, ‘প্রিমিয়ার লিগে ভালো খেলতে পারলেই হয়। জাতীয় লিগ এবং বিসিএলে ভালো করেছি, এখন প্রিমিয়ার লিগে ভালো করতে চাই। জাতীয় দল নিয়ে এখন আর ভাবনা নেই। ঘরোয়া লিগে ভালো খেলাই এখন একমাত্র লক্ষ্য।’
চলতি মৌসুমে জাতীয় লিগের (৬ ম্যাচে ৫৮৫ রান) তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন রাজশাহী বিভাগের এই ওপেনার। পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত থাকে বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল)। উত্তরাঞ্চলের হয়ে ৬ ম্যাচে ৪৯১ রান করে লিগের তৃতীয় সর্বোচ্চ স্কোরার হন জুনায়েদ।
জাতীয় লিগ এবং বিসিএলের ধারাবাহিকতা চলমান প্রিমিয়ার লিগেও অব্যাহত রাখতে চান চানিয়ে ৩০ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘জাতীয় লিগ এবং বিসিএলে ভালো খেলেছি, এখন প্রিমিয়ার লিগেও ভালো করতে পারলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য আছে প্রিমিয়ারে রান সংগ্রহের দিক থেকে সেরা পাঁচে থাকার।’
প্রিমিয়ার লিগে এবারের আসরে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলছেন জুনায়েদ সিদ্দিকী। লিগে নিজেদের দলের লক্ষ্য নয়ে এই ওপেনার বলেন, ‘দলটা অবশ্যই ভালো হয়েছে। এখন দরকার পারফরম করা। লিগের শুরুর ম্যাচটা আমাদের ভালো হয়নি (রুপগঞ্জের বিপক্ষে ৪ উইকেটে হেরে যায় ব্রাদার্স)। সামনের ম্যাচগুলোতে ভালো করতে হবে। এটাই আমাদের এখন লক্ষ্য।’খেলাধুলা
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি