সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ০২:০৮:৪৯

কঠিন হলো ভারতের, সুবিধা হলো বাংলাদেশের!

কঠিন হলো ভারতের, সুবিধা হলো বাংলাদেশের!

স্পোর্টস ডেস্ক : চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ৪ রানে হেরেছে ভারত। এই হারে সেমিফাইনালে ওঠার পথ কিছুটা কঠিন হয়েছে ভারতের মেয়েদের। তবে তাদের এই পরাজয়ে সেমিফাইনের দৌড়ে থাকা বাংলাদেশসহ বাকি দলগুলোর সম্ভাবনা আরেকটু বেড়েছে।

লিগের আদলে চলছে ৮ দলের নারী বিশ্বকাপ। প্রত্যেক দল অন্য সাত দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকা সেরা চার দল খেলবে সেমিফাইনাল। এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বাকি একটি জায়গা নিয়ে এখন লড়াইয়ে ৪ দল।

এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ কেবল পাকিস্তানের বিপক্ষে এক জয়ে পাওয়া ২ পয়েন্ট। নিগার সুলতানাদের সামনে রয়েছে আর মাত্র দুটি ম্যাচ—একটি আজ শ্রীলঙ্কার বিপক্ষে, অন্যটি ভারতের বিপক্ষে। বর্তমান পরিস্থিতিতে সুপার ফোরে যেতে হলে দুই ম্যাচেই জয় পেতে হবে বাংলাদেশকে। একটি ম্যাচে হারলেই লিগ পর্ব থেকেই তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে।

শ্রীলঙ্কা, ভারত দুই দলকে হারালে বাংলাদেশের মোট পয়েন্ট হবে ৬। তবে এই পয়েন্ট সেমিফাইনাল খেলার জন্য যথেষ্ট হবে না। মিলতে হবে আরও কিছু সমীকরণ। শ্রীলঙ্কাকে হারানোর পর বৃহস্পতিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচে যারা জিতবে, তাদের অন্য ম্যাচটি হারতে হবে। অর্থাৎ ভারত যদি নিউজিল্যান্ডকে হারায়, বাংলাদেশকে ২৬ অক্টোবরের ম্যাচে ভারতকে হারাতে হবে। অথবা নিউজিল্যান্ডই যদি ভারতকে হারায়, বাংলাদেশকে অপেক্ষায় থাকতে হবে নিউজিল্যান্ড যেন ২৬ অক্টোবর ইংল্যান্ডের কাছে হারে। সেটা ঘটলে কোনো দলের পয়েন্টই ৬-এর বেশি হবে না। রান রেটে এগিয়ে থাকলে সেমিফাইনালে উঠবে বাংলাদেশই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে