বাংলাদেশ-জিম্বাবুয়ের সব ম্যাচই হবে মিরপুর স্টেডিয়ামে
স্পোর্টস ডেস্ক: নভেম্বরে বাংলাদেশ ক্রিকেটাঙ্গণ মহা ব্যস্ত সময় পার করবে। ২ নভেম্বর জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফর। এরপর ২২ নভেম্বর থেকে হাই ভোল্টেজের আসর বিপিএলের ম্যাচ শুরু। মোট কথা পুরো নভেম্বর জুড়ে বাড়তি এক আনন্দে মাতোয়ারা থাকবে বাংলাদেশি ক্রিকেটমোদীরা।
মূলত নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে না আসায় এগিয়ে আনা হয়েছে জিম্বাবুয়ে সিরিজ। আর তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে আগামী ০২ নভেম্বর ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আর এ সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ০৭ নভেম্বর মিরপুর ক্রিকেট স্টেডিয়াম মাঠে। ০৯ ও ১১ নভেম্বর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই দিবা-রাত্রির।
টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ নভেম্বর। পরদিনই (১৬ নভেম্বর) ঢাকা ছাড়বে অতিথি দলটি।
২২ অক্টোবর.২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর