স্পোর্টস ডেস্ক: একসঙ্গে বিদায় নিবেন পাকিস্তানের দুই ব্যাটিং স্তম্ভ। মিসবাহ-উল-হক এবং ইউনিস খান। মিসবাহ আবেগে ভেসে যাবেন, ইউনিসও তাই। তবে দ্বিতীয়জনের আবেগের সঙ্গে যুক্ত হবে একটি ‘প্রথমের মাইলফলক’। প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রান করার সুযোগ ইউনিসের সামনে।
ওয়েস্ট ইন্ডিজে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন টেস্টের সিরিজ। ইউনিস ১০ হাজার রান থেকে ২৩ কদম দূরে। ২০০০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় ইউনিসের। শুরু থেকেই ধারাবাহিক তিনি। সেঞ্চুরি আছে সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে। ডাবল আছে ভারত এবং ইংল্যান্ডের বিপক্ষে।
১০ অথবা বেশি টেস্ট খেলা পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে ইউনিসের গড়ই বেশি, ৫৩.০৬। উইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের টেস্ট রেকর্ড খুব একটা খারাপ নয়। ৪৯ টেস্টের ১৮টিতে জয়। ১৬টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
তবে ক্যারিবিয়ানদের মাটিতে এই চিত্র সম্পূর্ণ উল্টো। লারার দেশে কখনও টেস্ট সিরিজ তো জিততে পারেইনি পাকিস্তান, টেস্ট জয়ই হাতে গোনা—২৩ টেস্টে মাত্র ৫টি। এই ইতিহাস পাল্টাতে হলে বিদায়ী নায়কদের নেতৃত্ব দিতে হবে সামনে থেকে। মিসবাহ, ইউনিস নিশ্চয়ই সেটা জানেন।
২১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর