শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১০:১২:৩৪

কোন ব্যাটার আগে যা করতে পারেনি তাই করে বিশ্ব রেকর্ড স্যামসনের

কোন ব্যাটার আগে যা করতে পারেনি তাই করে বিশ্ব রেকর্ড স্যামসনের

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২৮৩ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১২০ রান করেছেন তিলক। তাছাড়া সেঞ্চুরি পেয়েছেন স্যামসনও। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪৮ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

১৩৫ রানের রেকর্ড গড়া জয়ে সেঞ্চুরি করে বড় অবদান রেখেছেন স্যামসন। ৫১ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ৫৬ বলে অপরাজিত ১০৯ রান এসেছে তার ব্যাট থেকে। যেখানে ৬ চার ও ৯ ছক্কার মার ছিল।

চলতি পঞ্জিকা বর্ষে এটি তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি স্যামসনের। যা এর আগে করতে পারেনি আর কোনো ব্যাটার। টি–টোয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৩টি সেঞ্চুরি করেছেন তিনি।

এর আগে গত ৮ নভেম্বর ডারবানে ১০৭ করেছিলেন স্যামসন। আর গত ১২ অক্টোবর হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ১১১ রান করেনো এই ওপেনার।

গতকাল আরও একটা রেকর্ড গড়েছেন স্যামসন। তবে সেটা তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে। দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২১০ রানের জুটি গড়েছেন তারা। যা টি–টোয়েন্টিতে যেকোনো উইকেটে ভারতের সর্বোচ্চ এবং আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে