স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি বছরের পহেলা জুন পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসরের। টুর্নামেন্টের সূচি আগেই প্রকাশ করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
টুর্নামেন্টের মূল পর্ব মাঠে গড়ানোর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুতি ম্যাচে লড়বে দলগুলো। সূচি অনুযায়ী আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত মোট ছয়টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রস্তুতি পর্বের ম্যাচগুলো বার্মিংহামের এজবাস্টন এবং লন্ডনের ওভালে অনুষ্ঠিত হবে।
চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী আট দলের মধ্যে ছয়টি দল প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিলেও ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা প্রস্তুতি ম্যাচে অংশ নেবে না। কারণ এ সময় শেষ মুহুর্তের প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে এই দু'দল।
সর্বশেষ ২০০৬ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ। দশ বছর পর মাশরাফি বিন মুর্তজার হাত ধরে আবারও আইসিসির মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। আগামী ২৪ মে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ শেষ হবে। এরপরই চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে মাশরাফিবাহিনী।
পহেলা জুন ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে মাঠে নামার সাতদিন সময় পাবে বাংলাদেশ। তার আগে, প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। আগামী ২৭ মে বার্মিংহামে পাকিস্তান ও ৩০ মে ওভালে ভারতের বিপক্ষে মাঠে নামবে মাশরাফিবাহিনী।
এক নজরে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি প্রস্তুতি ম্যাচের সূচি:
২৬ মে: অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা ওভাল, লন্ডন।
২৭ মে: বাংলাদেশ বনাম পাকিস্তান এজবাস্টন, বার্মিংহাম।
২৮ মে: ভারত বনাম নিউজিল্যান্ড ওভাল, লন্ডন।
২৯ মে: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, এজবাস্টন, বার্মিংহাম।
৩০ মে: নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা এজবাস্টন, বার্মিংহাম।
৩০ মে: বাংলাদেশ বনাম ভারত ওভাল, লন্ডন।
২১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর