স্পোর্টস ডেস্ক: আইপিএল নয় আমি এখন দেশের হয়ে খেলবো। দেশের মানুষ এখনো তাকিয়ে আছে আমার দিকে। আমাকে নিয়ে তারা এখনো স্বপ্ন দেখে। আইপিএলে নিজের প্রথম ম্যাচে হাল বুঝতে পারিনি তাতে কি? ভরসা দেয়া জন্য বাংলাদেশের মানুষ এখনো আমার সাথে রয়েছে।
আমি এখন খেলবো লাল-সবুজের হয়ে। উঁচু করে যাব দেশের মান। মিটাতে চাইবো দেশের মানুষদের প্রত্যাশা। না, প্রিয় পাঠক-এই কথাগুলো মুস্তাফিজের নয়। তবে তার মনের অভিব্যক্তি অনুধাবন করলে বুঝা যায় এমন কিছুই একা একা বলছেন মুস্তাফিজ।
ভারতের মাটিতে নির্বিকার ছেলেটি। সাতক্ষীরার এই ছেলেটির নাম মুস্তাফিজ। খুব বেশি যে চালাক বা খুব বেশি যে স্মার্ট সেটা বললে ভুল হবে। একদম মাটির মানুষই মুস্তাফিজ। যিনি ক্রিকেট দিয়েই কেড়ে নিয়েছেন মানুষের মন।
কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হওয়া মুস্তাফিজ এখন আবার ভাবছেন নতুন রুপে পারফর্ম করা নিয়ে। ভারতের মাটিতে অনেকটাই অবমূল্যায়নের শিকার হওয়া মুস্তাফিজ যেন দেশে আসলেই হাফ ছেড়ে বেঁচে যান।
তার এখন একান্ত ইচ্ছা মাশরাফির দলে যোগ দিয়ে নিজেকে শান্ত করা। প্রথমে দলের সাথে সরাসরি আয়ারল্যান্ডে যোগ দেওয়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) এখন অবধি মাত্র একটা ম্যাচ খেলা বাঁ-হাতি এই পেসার আগেই যোগ দিচ্ছেন দলের সাথে।
আগামী মঙ্গলবার সানরাইজার্স হায়দ্রাবাদের এই পেসার চলে আসবেন দেশে। দেশের হয়ে খেলার জন্য আইপিএল ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নিয়েছেন মুস্তাফিজ। এর পরদিন দলের সাথে ইংল্যান্ডে যাত্রা করবেন তিনি। সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ।
সেখানে খেলবে দু’টি প্রস্তুতি ম্যাচ। ১২ মে শুরু হবে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। আর এক জুন থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
২১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর