স্পোর্টস ডেস্ক: মুমিনুলের নেতৃত্বে সোমবার সকালে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু ভিসা জটিলতার কারণে দেশে থেকে যেতে হয়েছে পেস কোচার হিথ স্ট্রিককে।
টাইগারদের দেশ ছাড়ার আগের দিন রবিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ‘এ’ দলের দায়িত্ব পাওয়া হিথ স্ট্রিক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘ সিলেক্ট হওয়া বাংলাদেশ ‘এ’ দলটি খুবই ভারসাম্যপূর্ণ দল। এখানে রোমাঞ্চকর সব ক্রিকেটারে উপস্থিতি রয়েছে। মোট কথায় তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ের ভাল একটি দল। বেশ বিরতির পর খেলতে নামছে ওরা। সবাই মাঠে নামতে মুখিয়ে আছে। অনেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলে জায়গা পেতে দাবি তুলে ধরার চেষ্টা করবে।’
সিরিজ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা দেখেছি ভারতীয় উইকেট সব সময়ই নিষ্প্রাণ ব্যাটিং বান্ধব হয় হয়ে থাকে। তাই ভারত সফর সব সময়ই চ্যালেঞ্জের। বিশেষ করে এটি আমাদের বোলারদের জন্য এটি চ্যালেঞ্জিং সিরিজ হবে। আশা করি, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও এটি ভাল প্রস্তুতি নেওয়ার সুযোগও বটে।’
কন্ডিশন প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এখানে সবগুলো ম্যাচই দিনে খেলতে হবে। দেখতে হবে উইকেটে কতটা ঘাস আছে। ঘাস থাকলে বাউন্স থাকবে। না রাখলে নিষ্প্রাণ ব্যাটিং উইকেট হবে। সকাল সাড়ে নয়টায় খেলা শুরু, তখন কন্ডিশন দেখতে হবে। পেসারদের জন্য কিছু থাকতেও পারে।’
ভারতে অনুষ্ঠিত ‘এ’ দলের এই সফরটি আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্যও সহায়ক হবে বলে মনে করছেন হিথ স্ট্রিক।
১৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/আরিফুর/রাজু