স্পোর্টস ডেস্ক: আগামী ১২ মে থেকে আয়ারল্যান্ডের মাটিতে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। সেখানে বাংলাদেশ লড়বে স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে। শেষ হবে ২৪ মে।
তবে, ডাবলিনে সেই সিরিজ শেষ হওয়ার দু’দিন পরেই, মানে ২৭ মে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে যেতে হবে মাশরাফি বিন মুর্তজার দলকে। এজবাস্টনে সেদিন বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে। সেটা অনুষ্ঠিত হবে ৩০ মে, লন্ডন ওভালে। এর একদিন বাদে এক জুন থেকেই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আসর।
আর প্রথম দিনই বাংলাদেশের মোকাবেলা করতে হবে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপে বাংলাদেশের অপর প্রতিদ্বন্দ্বীরা হল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১৮ জুন শেষ হবে এই টুর্নামেন্ট।
আগামী ২৬ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজের আগে সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করার কথা দলটির।
প্রস্তুতি ম্যাচের সূচি
২৬ মে: অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা (লন্ডন ওভাল)
২৭ মে: বাংলাদেশ-পাকিস্তান (এজবাস্টন)
২৮ মে: ভারত-নিউজিল্যান্ড (লন্ডন ওভাল)
২৯ মে: অস্ট্রেলিয়া-পাকিস্তান (এজবাস্টন)
৩০ মে: নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা (এজবাস্টন)
৩০ মে: বাংলাদেশ-ভারত (লন্ডন ওভাল)
২১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি