স্পোর্টস ডেস্ক: মাত্র ৫৮ বলেই পেয়ে যান সেঞ্চুরি। শেষ অবধি ৬০ বলে অপরাজিত থাকেন ১০৪ রানে। মুম্বাই ইন্ডিয়ান্সের দারুণ দানবীয় ব্যাটিং শেষ করে প্রীতি জিনতার কিংস পাঞ্জাবকে জেতানোর পরও হাশিম আমলার কণ্ঠে বিনয়-নম্র-ভদ্রই ঝড়ে পড়লো।
কিংস ইলেভেন পাঞ্জাবের এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান বলেন, ‘কিছু রান করাটা আনন্দদায়ক। আসলে এই ফরম্যাটে একটু ঝুঁকি তো নিতেই হয়। কখনও ঝুঁকিটা কাজে লেগে যাবে, কখনও কাজে লাগবে না।’
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এটা দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে দিল্লী ডেয়ারডেভিলসের সাঞ্জু স্যামসন রাইজিং পুনে সুপারজায়ান্টস করেন সেঞ্চুরি।
এই সেঞ্চুরি করতে গিয়ে আমলা হাঁকিয়েছেন ছয়টি ছক্কা আর আটটি চার। এর মধ্যে মালিঙ্গার ওপর দিয়েই বেশি ঝড় গেছে। মালিঙ্গার মুখোমুখি হয়ে ১৬ বলে আমলা করেছেন ৫১ রান। এর মধ্যে ছিল পাঁচটি ছক্কা আর চারটি চার!
২১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি