স্পোর্টস ডেস্ক: সুরেশ রায়না। ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির অন্যতম বিশ্বস্ত, ভরসার পাত্র। সে ভারতীয় দলেই হোক অথবা চেন্নাই সুপার কিংসে, ধোনির ক্যাপ্টেন্সিতে নিজেকে নিংড়ে দিয়েছেন রায়না।
ধোনি যদি রাজা হন, তাহলে রায়নার ভূমিকা যেন সেনাপতির। সেই সুরেশ রায়না প্রচণ্ড হতাশ হয়েছেন, তাঁর ক্যাপ্টেনকে রাইজিং পুনে সুপারজায়ান্টের ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার জন্য।
রায়না বলেছেন, 'আমি সত্যিই হতাশ। ধোনি যেমন দেশকে সাফল্য দিয়েছেন, তেমনই আইপিএলেও নিজের দলকে সাফল্য এনে দিয়েছেন। তাঁর এই কৃতিত্ব কখনই ভোলার নয়। এটা আমি একা বলছি না। গোটা বিশ্বেরই কথা এটা।'
এখনও পর্যন্ত এবারের আইপিএলে পাঁচটি ম্যাচ খেলে মাত্র ৬১ রান করেছেন মহেন্দ্র সিং ধোনি। স্ট্রাইক রেট মাত্র ৮৭! যা ধোনির নামের পাশে একেবারেই যায় না। তাই চারপাশের অনেক সমালোচনা শুনতে হচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ককে। রায়না অবশ্য ধোনির পাশেই দাঁড়াচ্ছেন।
তিনি বলেছেন, 'ধোনি হল ক্লাশ ফিনিশার। এখন হয়তো রান পাচ্ছে না। মাত্র তো পাঁচটা ম্যাচ হয়েছে। কে বলতে পারে, দু' একটা ম্যাচ পর থেকেই ধোনি ধামাকা শুরু হবে না?'
২১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি