স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সিরিজ দিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে কিনা, সেটা নিয়ে এখনও আলোচনা চলছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া জানাচ্ছেন, পাকিস্তান সিরিজকে সামনে রেখেই কাজ করছেন তারা। তবে তৈরি আছে বিকল্প ভেন্যুও।
গত ফেব্রুয়ারি থেকে মিরপুর স্টেডিয়ামজুড়ে সংস্কার কাজ চালাচ্ছে বিসিবি। মাঠের উপর থেকে ছয় ইঞ্চি মাটি উঠিয়ে ফেলার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ করা হচ্ছে; সব শেষে নতুন ঘাস লাগানো। পুরো প্রক্রিয়াটার জন্য ৫-৬ মাস সময় প্রয়োজন। সময়টা পাচ্ছে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। তারপরও পাকিস্তান সিরিজ গড়ানোর আগে মাঠ তৈরি হবে কিনা, তা নিয়ে নিজেই দ্বিধায় হানিফ ভুঁইয়া।
তিনি জানিয়েছেন, মাঠ তৈরি থাকবে। কিন্তু নতুন মাঠের অনেক সমস্যা থাকবে। সেক্ষেত্রে পাকিস্তান এখানে খেলতে রাজি হবে কিনা সেটাও ভাবনায় থাকবে তাদের, ‘পাকিস্তান সিরিজেই মিরপুরে খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ওই সিরিজকে সামনে রেখেই কাজ করছি। কিন্তু আমি জানি না নতুন মাঠের ব্যাপারটা কেমন হবে। কারণ নতুন মাঠে অনেক সমস্যা থাকে। আউটফিল্ডের সমস্যা থাকে। সেক্ষেত্রে আইসিসি ও বিসিবি থেকে যারা এই দায়িত্বে থাকবে তারা ইনকোয়ারি করবে। পাকিস্তান এলে তারাও দেখবে। ভবিষ্যতে অস্ট্রেলিয়া এলে তারাও ঘুরে দেখবে মিরপুর, তারপর সিদ্ধান্ত নেবে।’
শেষপর্যন্ত যদি মিরপুরে না গড়ায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ম্যাচ, কোথায় হতে পারে? উত্তরে বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘সব ভেন্যু তৈরি আছে। আমাকে বিসিবি বললে দ্রুততম সময়ের মধ্যে আয়োজন করে ফেলতে পারবো।’
তিনি আরো বলেন, ‘আমাদের কাছে অপশন স্টেডিয়াম আছে। সিলেট স্টেডিয়াম, ফতুল্লা, চিটাগং সব রেডি আছে। অন্যান্য ভেন্যু আছে বলেই ভয় পাচ্ছি না। আমি চাইলে খুব কম সময়ের মধ্যে এসব ভেন্যুতে খেলা দিতে পারবো। সব রেডি আছে।’
২১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস