স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল)চলতি আসরের তৃতীয় রাউন্ডের ম্যাচে আজ হাফ সেঞ্চুরি করেছেন কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলা মেহরাব হোসেন জুনিয়র, তুষার ইমরান ও মুক্তার আলী।
বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে আজ সকালে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে কলাবাগান ক্রীড়া চক্র।
তবে জয়ের সহজ সুযোগ হাত ছাড়া ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের। কালাবাগান ক্রীড়া চক্রকের মতো দুর্বল দলকেও হারাতে পারেনি ভিক্টোরিয়া। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি আসরের শুরুর দুই ম্যাচে শেখ জামাল এবং গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টানা হেরে যাওয়া দলটি, শুক্রবার কম শক্তিশালী কলাবাগানকে প্রতিপক্ষ পেয়েও হারাতে পারেনি।
২৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপে পরলেও মিডলঅর্ডারে সাইফুল হায়াত ও মাঈনুল ইসালের ষষ্ঠ উইকেটে ১০৯ রানের জুটিতে জয়ের কাছাকাছি চলে যায় ভিক্টোরিয়া। কিন্তু লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা টুকটাক রান করতে না পারায় তীরে গিয়ে (১০ রানের জন্য) তরী ডুবে ভিক্টোরিয়ার।
অন্যদিকে কলাবাগান নিজেদের প্রথম দুই খেলায় প্রাইম ব্যাংক এবং মোহামেডানের কাছে হেরে গেলেও লিগের তৃতীয় ম্যাচে এসে মুক্তার আলীর অলরাউন্ড নৈপুণ্যে জয়ের দেখা পায়। ব্যাট হাতে ২৭ বলে চারটি ছক্কা এবং দুটি চারের সাহায্যে অপরাজিত ৫২ রান এবং বল হাতে দুই উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার জিতেন মুক্তার আলী।
শুক্রবার সকালে বিকেএসপির তিন নম্বর মাঠে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে মেহেরাব হোসেন জুনিয়র (৬৩), তুষার ইমান (৫৬) এবং মুক্তার আলীর (২৭ বলের ৫২*) ফিফটিতে ভর করে ক৬ উইকেটে ২৫৯ রান সংগ্রহ করে কলাবাগান। এছাড়া দলের হয়ে ৪৪ রান করেন তাসামুল হক। ভিক্টোরিয়ার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মনির হোসেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ১০৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ভিক্টোরিয়া। এমন অবস্থা থেকে দলকে খেলায় ফেরান সাইফুল হায়াত ও মঈনুল ইসলাম। ষষ্ঠ উইকেটে ১০৯ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখান তারা।
এরপর আবুল হাসান রাজু এবং হ্যামিলন্টন মাসাকাদজার শিকারে পরিনত হয়ে সাইফুল হায়ত (৮১ বলে ৬৪ রান) ও মাঈনুল (৫৭ বলে ৭৫ রান) আউট হলে ভিক্টোরিয়ার জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়। শেষ দিকে মেহেদি মাহবুব, মাহবুবুল আমল, অধিনায়ক মনির হোসেন এবং আশিকুজ্জামানরা সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে না পারায় (মাত্র ১০ রানের জন্য হেরে যায়) তীরে গিয়ে তরী ডুবে ভিক্টোরিয়ার। কলাবাগানের হয়ে দুটি করে উইকেট নেন আবুল হাসান রাজু, মুক্তার আলী ও মাসাকাদজা।
দলের পক্ষে মেহরাব হোসেন জুনিয়র ৬৩, তুষার ইমরান ৫৬ ও মুক্তার আলী ৫২ রান করেন। অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে আসে ১০ রান। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের পক্ষে মনির হোসেন ২টি, মইনুল ইসলাম ১টি, আশিকুজ্জামান ১টি ও রোশেন সিলভা ১টি করে উইকেট নেন।
২১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি