স্পোর্টস ডেস্ক: কয়েকদিন ধরে শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল নাকি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুলে নেবে! এই খবরটা কতটা নিশ্চিত সেটা জানার জন্য বেশিদিন অপেক্ষা করা লাগছে না ক্রিকেটপ্রেমীদের।
ভিতরের খবর- ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্তা হচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারতীয় দলের নাম প্রত্যাহারের খবর ভিত্তিহীণ। জানিয়ে দিল বিসিসিআই। বোর্ডের পক্ষ থেকে কার্যকরী সচিব অমিতাভ চৌধুরী এখবর জানিয়েছেন।
তবে আইসিসির নয়া আর্থিক মডেল নিয়ে তাদের লড়াই অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন। বোর্ড সূত্রে খবর এব্যাপারে সুপ্রিম কোর্ট নিযুক্ত বিনোদ রাই কমিটির সমর্থনও রয়েছে তাদের পাশে।
আসন্ন আইসিসির বৈঠকে ত্রিশক্তি চুক্তি তুলে দেওয়ার প্রস্তাবে ঘোরতর আপত্তি জানাবে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রস্তাব রাখা হবে জুন মাস পর্যন্ত আইসিসির পুরনো আর্থিক মডেল বহাল রাখার জন্য।
বোর্ডের প্রশাসনিক কমিটিও বিসিসিআইকে আর্থিক দিক বঞ্চিত করা হলে তা মানবে না বলেই জানিয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দল তুলে নেওয়ার কোনও পরিকল্পনা তাদের নেই।
২১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি