কোহলির সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়
স্পোর্টস ডেস্ক: ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর কেটে গেছে আট মাস। এর মধ্যে কোন সেঞ্চুরির দেখা পাননি বিরাট কোহলি। তবে এবার তার অপেক্ষার পালা শেষ হলো ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে। আজ চেন্নাইয়ের এম এ চিতাম্বারাম স্টেডিয়ামে বিরাটের হারনামানা ১৩৮ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ভারতে সংগ্রহ করেছে ২৯৯ রান। অবশ্য ভারত শেষ ৫ ওভারে রান তুলেছে ২৯ আর উইকেট হারিয়েছে ৪টি।
ট্রসে জিতে ভারতের অধিনায়ক মাহিন্দ্র সিং ধোনি ব্যাট করার সিদ্ধান্ত নেন। শুরু থেকে দুই উদ্বোধনী ব্যাটসম্যান রহিত শর্মা ও শেখর ধাওয়ান দেখে শুনে খেলার চেষ্ট করলেও দলীয় ২৮ রানের মাথায় ব্যক্তিগত ৭ রান করা ধাওয়ান রাবাদার শিকার হয়ে সাজঘরে ফেরেন।
এরপর বিরাট কোহলি এসে রোহিতের সঙ্গে জুটি বাধলেও সে জুটি বেশিক্ষণ স্থায়ি হয়নি। দলীয় ৩৫ রানের মাথায় মরিচের বলে ডুপ্লিসসের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২১ রান করে আউট হন রোহিত। এরপর বিরাটের সঙ্গে দলের হাল ধরেন আজাঙ্কা রাহানে। এই জুটি থেকে আসে মূল্যবান ১০৪ রান। পরে ১৩৯ রানের মাথায় ব্যক্তিগত ৪৫ রান করে রাহানে আউট হলে শেষ দিকে সুরেশ রায়নার হারনামানা ৫৩ ও বিরাটের ১৩৮ রানের উপর ভর করে ভারত তাদের নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটের বিনিময়ে ২৯৯ রান করে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেল স্টেইন ও রাবাদা নিয়েছেন তিনটি করে উইকেট। এছাড়াও মরিচ একটি উইকেট লাভ করেন।
২২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ
�