শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ০১:১৫:১৮

‘দিল্লির চেয়ে ঢাকার ক্রিকেটে টাকা ও সন্মান বেশি’

‘দিল্লির চেয়ে ঢাকার ক্রিকেটে টাকা ও সন্মান বেশি’

স্পোর্টস ডেস্ক : প্রথম শ্রেণির ১১১ ম্যাচে সেঞ্চুরি সংখ্যা ১১ ও ফিফটি ৪৪টি, ৪৮.৬৩ গড়ে করেছেন ৭৮৩০ রান। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৯৩ ম্যাচে ৭টি সেঞ্চুরির সঙ্গে ২৮ ফিফটিতে ৪৮.২৮ গড়ে ৩৬২১ রান করেছেন। খেলেছেন আইপিএলের সেরা দল কেকেআরে প্রায় তিন মৌসুম।

১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারে শুধু সংগ্রামই করে গেছেন ভারতের দিল্লির ক্রিকেটার যশপাল সিং। কিন্তু প্রায় পঞ্চাশের কাছাকাছি গড় নিয়েও জাতীয় দলের দরজা খোলেনি তার। তবে বয়স ৩৫ পেরিয়ে গেলেও হাল ছড়েননি। এখনো বিশ্বাস করেন একটি দুটি মৌসুম দারুণ কিছু করে ফেললে হয়তো সুযোগ পাবেন। নিজের দেশে যখন খেলা থাকে না, ছুটে আসেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের বড় আসর ঢাকা প্রিমিয়ার লীগে খেলতে। আবাহনীতে খেলেছেন তিনটি মৌসুম। এবার অবশ্য খেলছেন পারটেক্সের হয়ে।

বাংলাদেশে খেলা নিয়ে যশপাল সিং বলেন, ঢাকা প্রিমিয়ার লীগের চারটি আসরে খেললাম। আগের তিনটি আসরে খেলেছি আবাহনীর হয়ে। এ আসরে আমার সেই পুরনো দলের বিপক্ষে পারটেক্সের হয়ে খেললাম প্রথম ম্যাচ। এখানে খেলতে অনেক ভালো লাগে। ক্লাব ক্রিকেটের এমন উত্তেজনা ভারতে নেই। বিশেষ করে দিল্লিতে একেবারেই নেই। এখানে খেলে দুটি সুবিধা আছে। ভালো পারফরম্যান্স করলে নজরে আসা যায়। আর দিল্লির ক্লাব ক্রিকেটের চেয়ে অনেক বেশি অর্থ ঢাকায় পাওয়া যায়। সেখানে যারা ক্লাব চালায় তারা ৫-৬ জন ক্রিকেটারকে একটু বেশি অর্থ দেয়। কিন্তু এখানে তা হয় না। চারটা ম্যাচ খেলতে পারলে অনেক সম্মানজনক অর্থই পাওয়া যায়।

বাংলাদেশের ক্রিকেটারদের ও পরিবেশ নিয়ে দিল্লীর এই ক্রিকেটার বলেন, মুশফিকুর রহীম, তামিম ও সাকিবকে বেশি ভালো লাগে। সেই সঙ্গে পেসারদের মধ্যে মোস্তাফিজ ও স্পিনারদের মধ্যে মিরাজকে। তারা দেশের অনেক বড় তারকা হবে। ভালো লাগে এদেশের খাবার। আর ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসা। এখানে এসে অনেক সম্মান পাই।
২১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে