শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ০৮:২০:৫২

দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকছেন নাসির!

দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকছেন নাসির!

স্পোর্টস ডেস্ক: অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন অভিজ্ঞ অল-রাউন্ডার নাসির হোসেন। ঘরোয়া ফরম্যাটে পারফরম্যান্স করেও নজর কাড়তে পারছিলেন না নির্বাচকদের। দীর্ঘ বিরতির পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেলেও ঠাই মেলেনি সেরা একাদশে। তবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জায়গা পান সেরা একাদশে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আবারো দলে জায়গা হারান এই অভিজ্ঞ অল-রাউন্ডার।

প্রিমিয়ার লিগে পারফর্ম করে জাতীয় দলের দরজা খুলেছে নাসির হোসেনের। ত্রিদেশীয় সিরিজে দলের সঙ্গে যাচ্ছেন নাসির তবে সুযোগ মিলেছে স্ট্যান্ডবাই হিসেবে। ত্রিদেশীয় সিরিজে ১৮ সদস্যর দলে থাকলেও নেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দলে থাকছেন এমন আভাস দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

“সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প আছে আমাদের। আয়ারল্যান্ড সফরে নাসিরকে অভ্যস্ত করা দরকার। এই কন্ডিশনে আমাদের অনেক খেলোয়াড়ই ক্রিকেট খেলেনি। আর সামনে আমাদের অনেক অ্যাওয়ে সিরিজ আছে। দক্ষিণ আফ্রিকায় আমাদের বড় সিরিজ, সেই হিসাব করেই ১৮ জন নিয়ে যাচ্ছি।নাসির অনেকদিন ধরে দলের বাইরে আছে।”

তিনি আরো যোগ করেন, “টিম ম্যানজমেন্ট তাকে  নিয়ে কাজ করবে। ১০ দিনের প্রস্তুতি ক্যাম্পে ওকে দেখা হবে। যেহেতু ওর অভিজ্ঞতা আছে, আশা করি তাড়াতাড়ি আগের ছন্দে ফিরবে।”

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ১৮ সদস্যর দলে সুযোগ পেলেও ঠাই মেলেনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। দীর্ঘদিন পর দলে ফেরায় প্রধান নির্বাচক বলেন, “নাসির হোসেন অনেক দিন ধরে দলের সঙ্গে নেই। বিভিন্ন সফরে তাকে রাখা হয়নি। এক্ষেত্রে আমরা তাকে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে দলে এনেছি। ও ইমার্জিং কাপে ভালো খেলেছে এবং ঘরোয়া ক্রিকেটেও যথেষ্ট ভালো খেলেছে।”

“যাতে করে আন্তর্জাতিক ক্রিকেটের আবহ থেকে দূরে সরে না যায়, তার কারণে তাকে ইমার্জিং কাপে রাখা হয়েছিলো। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য তার মনোবল কেমন সেটা যাচাই করার জন্য। তার পারফর্মে সন্তুষ্ট হয়েছি বিধায় তাকে আমরা ত্রিদেশীয় সিরিজের দলে অন্তর্ভুক্ত করেছি।”
২২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে