স্পোর্টস ডেস্ক: কিছু দিন আগেই বেতন বেড়ে দ্বিগুণ হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। এরপরই নিজেদের বেতন বাড়ানো নিয়ে সরব হন মুশফিকরা। বিসিবিও এ ব্যাপারে ইতিবাচক। টাইগারদের বেতন বাড়ানো নিয়ে ইতিমধ্যে আলোচনা সেরে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ(শনিবার)বসছে মিটিং। এ মিটিংয়েই নতুন বেতন কাঠামো পাশ করবে বিসিবি।
বর্তমানে ‘এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা মাসে বেতন পান আড়াই লাখ টাকা। ‘এ’ শ্রেনীর দুই লাখ , ‘বি’ শ্রেনীর দেড় লাখ, ‘সি’ শ্রেনীর এক লাখ ও ‘ডি’ শ্রেনীর ক্রিকেটাররা মাসে ৭৫ হাজার টাকা করে বেতন পাচ্ছেন।
যেটা শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ক্রিকেটারদের চেয়ে অনেক কম। এমনকি জিম্বাবুই ও আইরিশ ক্রিকেটারদের চেয়ে ঢের কম বেতন পান বাংলাদেশের ক্রিকেটাররা। অথচ শ্রীলঙ্কা, জিম্বাবুযে, আয়ারল্যান্ড এবং এমনকি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ে অনেক ধনী বাংলাদেশের ক্রিকেট বোর্ড। বাৎসরিক আয়ও বিসিবির অনেক বেশি এসব দেশের বোর্ডের চেয়ে।
মাসে আড়াই লাখ হলে বছরে ৩০ লাখ টাকা বেতন পান বাংলাদেশের ‘এ’ প্লাস শ্রেনীর ক্রিকেটাররা। অতচ জিম্বাবুয়ে টপ ক্লাস ক্রিকেটারদের বেতন সেখানে বছরে ৫২ লাখ টাকার উপরে। বাংলাদেশে সবচেয়ে কম বেতন মাসে ৭৫ হাজার টাকা। অন্যদিকে জিম্বাবুয়ে ক্রিকেটারদের সবচেয়ে কম বেতন সেখানে পৌনে ২ লাখ টাকা।
আয়ার্যান্ড টেস্ট দল নয়। সেখানে ক্রিকেটের অবকাঠামোও ততটা শক্তিশালী নয়। অথচ আইরিশ টপ ক্লাস ক্রিকেটাররা মাসে পাঁচ লাখ টাকা বেতন পেয়ে থাকেন। মানে বছরে ৬০ লাখ টাকা।
প্রতিবেশী দেশ ভারতের ‘এ’ ক্রিকেটাররা এখন থেকে বছরে দু’কোটি রুপি বেতন পাবেন। গ্রেড ‘বি-এর ক্রিকেটাররা পাবেন এক কোটি এবং গ্রেড ‘সি’র ক্রিকেটাররা পাবেন ৫০ লাখ করে। যা গতবারের তুলনায় যা দ্বিগুণ।
২২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর