শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ১০:০৯:৩০

আইপিএলে নিজের প্রথম ম্যাচে কেমন খেললেন সাকিব আল হাসান?

আইপিএলে নিজের প্রথম ম্যাচে কেমন খেললেন সাকিব আল হাসান?

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই পাঁচ ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। পাঁচ ম্যাচ উপেক্ষিত থাকার পর নিজেদের ষষ্ঠ ম্যাচে নাইটদের একাদশে জায়গা পান বিশ্বসেরা এই অলরাউন্ডার। আইপিএলে নিজের প্রথম ম্যাচে কেমন খেললেন সাকিব আল হাসান?

শুক্রবার আইপিএলের এবারের আসরের ২৩ তম ম্যাচে ইডেন গার্ডেন্সে গুজরাট লায়ন্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের ইনিংস শুরু করেন অধিনায়ক গৌতম গম্ভীর ও বোলার থেকে ওপেনার বনে যাওয়া ব্যাটসম্যান সুনিল নারাইন।

প্রথম ওভারেই গুনে গুনে তিনটি চার হাঁকান নারাইন। খেলেন ১৭ বলে ৪২ রানের ঝড়ো এক ইনিংস। এই টর্নেডো থামে দলীয় ৪৫ রানে। উইকেট রক্ষক ব্যাটসম্যান রবিন উত্থাপার ব্যাট থেকে আসে ৭২ রানের ঝলমলে এক ইনিংস। অধিনায়ক গম্ভীরের সাথে গড়েন সময়োপযোগী ৬৯ রানের জুটি।

সুর্যকুমার যাদব রান আউট হওয়ার পর ইনিংসের এক বল বাকি থাকতে উইকেটে আসেন সাকিব আল হাসান। এক বলে এক রান নিয়ে অপরাজিত থাকেন বাংলাদেশ দলের প্রাণ ভোমরা সাকিব। গুজরাটের সামনে ১৮৮ রানের লক্ষ্য ছুড়ে দেয় দুইবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

প্রথম ইনিংসের শেষটা যেখানে, পরের ইনিংসের শুরুটাও সেখানেই। কলকাতার ইনিংসের শেষ বলে ব্যাট করা সাকিব আল হাসান করলেন গুজরাটের ইনিংসের প্রথম বল তথা প্রথম ওভার। ইনিংসের প্রথম ওভারে সাকিবের হাতে বল তুলে দেন অধিনায়ক গম্ভীর। এবারের আইপিএলে নিজের প্রথম ওভার করতে এসে দুই চার হজম করে নয় রান দেন সাকিব।

ইডেনের ছোট বাউন্ডারির মাঠে স্পিনারদের জন্য সুযোগ ছিলো অল্পই। সাকিব-নারিনদের সেই সুযোগ আরো কমিয়ে দেন গুজরাটের ফিঞ্চ-ম্যাককালাম জুটি। দুইজনের তান্ডবে পাওয়ারপ্লেতেই গুজরাট পেয়ে যায় ৬৫ রান। দলীয় তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে বেশ খরুচে হয়ে যান সাকিব। দুই চার ও এক ছয়ে ১৪ রান দিয়ে ওভার শেষ করেন এই বাঁহাতি স্পিনার।

প্রথম স্পেলে দুই ওভারে ২৩ রান দিয়ে উইকেট শূন্য থাকেন সাকিব। বৃষ্টি এসে বাগড়া দেওয়ার আগে দ্বিতীয় স্পেলে নিজের তৃতীয় ওভার করতে এসে আট রান দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তিন ওভার হাত ঘুরিয়ে ৩১ রানের বিনিময়ে উইকেটবিহীন থাকেন তিনি।

নাথান কুল্টার নিল এবং কুলদ্বীপ যাদবের বোলিংয়ে কলকাতা ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও গুজরাট অধিনায়ক সুরেশ রায়না একা হাতেই ঘুরিয়ে দেন ম্যাচ। মাত্র ৪৬ বলে ঝড়ো ৮৪ রান করে ১০ বল হাতে রেখেই নিজ দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। চার উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে গুজরাট। ওপেনার ফিঞ্চ ৩১ ও  ম্যাককালাম ৩৩ রান করেন।

অন্যদিকে একটি করে উইকেট পেয়েছেন গুজরাটের চার বোলার প্রবীণ কুমার, জেমস ফকনার, বাসিল থাম্পি ও সুরেশ রায়না। কলকাতার হয়ে কুল্টার নিল ও কুলদ্বীপ যাদব দুটি করে উইকেট নিয়েছেন। পাশাপাশি উমেশ যাদব ও ক্রিস ওকস শিকার করেছেন একটি করে উইকেট।

ষষ্ঠ ম্যাচে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে গুজরাট লায়ন্স। অন্যদিকে ছয় ম্যাচ খেলে দ্বিতীয় হারের স্বাদ পেলো সাকিবের কলকাতা নাইট রাইডার্স।
২২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে