শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ১২:৫৩:১৭

আফ্রিদির জন্য যে উপহার পাঠালো ভারতীয় ক্রিকেটাররা, মুগ্ধ হয়ে যা বললেন আফ্রিদি

 আফ্রিদির জন্য যে উপহার পাঠালো ভারতীয় ক্রিকেটাররা, মুগ্ধ হয়ে যা বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: গত সোমবার পাকিস্তানের বিদায়ী ক্রিকেটার শহীদ আফ্রিদির জন্য উপহার পাঠিয়েছে ভারতীয় ক্রিকেটাররা। সেখানে প্রায় সব ভারতীয় ক্রিকেটারদের স্বাক্ষর রয়েছে। এই উপহার পেয়ে মুগ্ধ শহীদ আফ্রিদি। তিনি প্রাণ ভরে ভালোবাসা পাঠিয়েছেন ভারতীয় ক্রিকেটারদের প্রতি।

আফ্রিদির জন্য উপহারস্বরুপ বিরাট কোহলির জার্সি পাঠিয়েছিলো ভারত ক্রিকেট দল। সেই জার্সিতে ভারতে জাতীয় দলের অনেক ক্রিকেটারই স্বাক্ষর করেছেন। শুক্রবার এই উপহারের জন্য কোহলি ও ভারত দলকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

আফ্রিদির আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় উপলক্ষে উপহার পাঠিয়েছিলো ভারতীয় ক্রিকেটাররা। ভারত অধিনায়ক কোহলির একটি জার্সিতে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটাররা স্বাক্ষর করেছেন। সেখানে লেখা আছে, ‘আপনার বিপক্ষে খেলা সব সবসময়ই আনন্দের।’

ভারতীয় ক্রিকেটারদের স্বাক্ষর করা বিরাট কোহলির জার্সি পেয়ে বেশ খুশি হয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ধন্যবাদ দেওয়ার জন্য বেছে নিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারকে।

শুক্রবার সেই জার্সির ছবি পোষ্ট করে বিরাট কোহলিকে ট্যাগ করে সাবেক এই ক্রিকেটার লিখেছেন, ‘এমন সুন্দর একটি বিদায়ী উপহারের জন্য বিরাট কোহলি ও পুরো ভারত ক্রিকেট দলকে ধন্যবাদ। তোমার জন্য শ্রদ্ধা সুপারস্টার। আশা করছি খুব দ্রুতই দেখা হবে আমাদের।’

ধন্যবাদের উত্তরে টুইট করেছেন বিরাট কোহলিও। টুইট করে শহীদ আফ্রিদিকে শুভকামনা জানিয়েছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ইতি টেনেছেন ২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের।
২২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে