স্পোর্টস ডেস্ক: দেশকে সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দেয়া জাতীয় দলের ক্রিকেটাররা তাদের মাসিক বেতন নিয়ে অনেক দিন ধরেই ছিলেন নাখোশ। হওয়াটা স্বাভাবিকই ছিল। কেননা আফগানিস্তানের ক্রিকেটারদের থেকেও আমাদের দেশের ক্রিকেটারদের বেতন কম! এদিকে পাশের দেশ ভারতের শীর্ষ পর্যায়ের ক্রিকেটারদের বেতন দ্বিগুন করেছে বিসিসিআই।
ভারতের সিনিয়র ক্রিকেটারদের বেতন এখন ২ কোটি টাকা। কে কত করে পাচ্ছেন? যার ফলে বেতন নিয়ে চেপে থাকা ক্ষোপকে সামনে নিয়ে আসেন বাংলাদেশের ক্রিকেটাররা। নিজেদের মধ্যে কথা-বার্তা সেরে বিসিবির কাছে লিখিতভাবে আবেদন জানান তাঁরা। এদিকে ক্রিকেটারদের আবেদন যুক্তিযুক্ত হওয়ায় বেতন, বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেটারদের নতুন বেতন কাঠামোর খসড়া ইতিমধ্যে তৈরী করে ফেলেছে বিসিবি। আজ (রবিবার) বিসিবির মিটিংয়ে পাশ হবে ক্রিকেটারদের চাহিদা অনুযায়ী নতুন বেতন কাঠামো। এতে আগের থেকে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের বেতন হয়ে যাবে দ্বিগুণের কাছাকাছি। বাড়বে অন্য ক্যাটাগরীর বেতনের পরিমাণও।
ক্রিকেটারদের নতুন বেতন কাঠামোর তালিকা যেমন হতে যাচ্ছে-
‘এ’ প্লাস ক্যাটাগরি- ৪ লাখ টাকা (পূর্বে ছিল আড়াই লাখ টাকা)।
‘এ’ ক্যাটাগরি- ৩ লাখ টাকা (পূর্বে ছিল দুই লাখ টাকা)।
‘বি’ ক্যাটাগরি- ২ লাখ টাকা (পূর্বে ছিল দেড় লাখ টাকা)।
‘ডি’ ক্যাটাগরি- ১ লাখ টাকা (পূর্বে ছিল ৭৫ হাজার টাকা)।
বেতন বাড়ার সাথে থাকছে লোভনীয় বোনাস ও আরো অনেক সুবিধা। বাড়বে ক্রিকেটারদের উইনিং বোনাসের পরিমাণও।
আইসিসি টেস্ট র্যাংকিংয়ের ১-৩ নাম্বার দলকে হারাতে পারলে বোনাস পাবে ৪ হাজার ডলার (পূর্বে ছিল ৩ হাজার ডলার)।
আইসিসি টেস্ট র্যাংকিংয়ের ৪-৬ নাম্বার দলকে হারাতে পারলে বোনাস পাবে ৩ হাজার ডলার (পূর্বে ছিল ২ হাজার ডলার)।
আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শেষ তিন দলকে হারাতে পারলে বোনাস পাবে আড়াই হাজার ডলার (পূর্বে ছিল দেড় হাজার ডলার)।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের ১-৩ নাম্বার দলকে হারাতে পারলে বোনাস পাবে আড়াই হাজার ডলার (পূর্বে ছিল দেড় হাজার ডলার)।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের ৪-৬ নাম্বার দলকে হারাতে পারলে বোনাস পাবে দুই হাজার ডলার (পূর্বে ছিল এক হাজার ডলার)।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শেষ তিন দলকে হারাতে পারলে বোনাস পাবে এক হাজার ডলার (পূর্বে ছিল ৭০০ ডলার)।
অন্যদিকে, টি-টোয়েন্টিতে যে কোনো দলকে হারাতে পারলে বোনাস পাবে দেড় হাজার ডলার (পূর্বে ছিল এক হাজার ডলার)।
এছাড়া, ম্যাচের সেরা খেলোয়াড় ও সিরিজ সেরা খেলোয়াড়রা পাবেন আলাদা বোনাস। পাশাপাশি তিন ফরম্যাটের অধিনায়ক প্রতি মাসে আলাদা করে পাবেন ২০ হাজার এবং সহ-অধিনায়ক ১০ হাজার টাকা।
২২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর