স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটে কোন নির্দিষ্ট খেলোয়াড়ের কড়া সমর্থক হওয়া নতুন কিছু নয়। শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি- প্রত্যেকের ক্ষেত্রেই এমন হয়েছে।
এরা মাঠ এবং মাঠের বাইরে তাদের প্রিয় খেলোয়ারকে ছায়ার মতো অনুসরণ করে। এবার সেই তালিকায় আরেকজন ভক্তের নাম যোগ হল। গুজরাটের অটোরিকশা চালক জাভেদ শাহকে ইউসুফ পাঠানের এক পাগল ভক্তই বলা চলে!
জাভেদ শাহ, ইউসুফের ভক্ত সেই শুরু থেকেই। তবে এমন পাগল ভক্ত হয়ে ওঠার শুরু গত বছর থেকে। বরোদার হয়ে রঞ্জি ট্রফির একটি ম্যাচ খেলতে গুজরাটে গিয়েছিলেন ইউসুফ।
খবর পেয়ে জাভেদ নিজের অটোরিকশাটা সাজিয়েছিলেন ইউসুফ পাঠানের নাম দিয়ে। ইউসুফের কানে তার পাগল ভক্তের কথা পৌঁছাতে দেরি হয়নি, বিনয়ী ইউসুফ স্টেডিয়ামের বাইরে এসে দেখাও করেন জাভেদের সাথে।
বেশ অনেকটা সময় পাগল ভক্তের সাথে কাটিয়ে এবং ছবি তুলে তবেই ফেরেন ইউসুফ পাঠান। বিস্মিত জাভেদ শাহ এর মুগ্ধ হবার শুরুও তখন থেকে।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জাভেদ শাহ ঘটিয়েছেন আরেক অভিনব কাণ্ড! নিজের অটোরিকশাতে যাত্রীদের জন্য চালু করেছেন বিশেষ ছাড়, তবে ভাড়ায় এই ছাড় পেতে হলে শর্ত একটাই, কলকাতা নাইট রাইডার্সের হয়ে রান পেতে হবে ইউসুফ পাঠানকে!
হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইউসুফ ৩০ রান করলেই ২৫% ছাড়, ৫০ রান করলেই ৫০% ছাড় এবং ১০০ রান করলেই ১০০% ছাড় মানে ফ্রিতেই জাভেদের অটোরিকশায় ভ্রমন করতে পারবে সেদিন যাত্রীরা।
নিজের প্রিয় ক্রিকেটারের ভালো পারফরম্যান্স এভাবেই উদযাপন করছেন জাভেদ শাহ!-ক্রিকট্র্যাকার
২২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস