স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লীগের তৃতীয় রাউন্ডে এসে রানের দেখা পেলেন জাতীয় দলের নতুন ‘নাম্বার থ্রি’ সাব্বির রহমান। শক্তিশালী তামিমের মোহামেডানের বিপক্ষে ৭৫ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস দিয়ে বৃষ্টি ভেজা ফতুল্লার মাঠে উষ্ণতা ছড়িয়েছেন তিনি।
প্রিমিয়ার লীগে ভালো দলের টানা তৃতীয় জয়ে অবদান রাখতে পেরে খুশী সাব্বিরের চোখ অবশ্য বিলাতের কন্ডিশনিং ক্যাম্পে। নিয়মিত রুটিন অনুশীলনও সেই কন্ডিশন বিবেচনা করেই চালিয়ে যাচ্ছেন তিনি। সাব্বিরকে ডাকছে সাসেক্স!
‘ইনডোরে স্লপে ব্যাটিং করছি। বল ব্যাটে দ্রুত আসলে কিভাবে সামাল দিতে হয় সেই প্রস্তুতি নিচ্ছি। চোখ আর হাতের সামঞ্জস্যে ধাঁর বাড়াতে চাইছি। ,’ জানালেন সাব্বির।
সাব্বিরকে আশা দেখাচ্ছে সাম্প্রতিক সময়ে বিদেশের পারফর্মেন্স ও অভিজ্ঞতা। তার ভাষায়, ‘ম্যাচ বাই ম্যাচ খেলবো ইনশাআল্লাহ। অস্ট্রেলিয়াতেও ভালো খেলেছি। আমাদের একটি ক্যাম্প হবে ইংল্যান্ডে। ইংল্যান্ডের ওই ১২ দিনের ক্যাম্প অনেক গুরুত্বপূর্ণ। ’
এদিকে জাতীয় দলের আরেক নিয়মিত মুখ সৌম্য সরকার অবশ্য এখনো ব্যাট হাতে জ্বলে উঠে নি। মোহামেডানের বিপক্ষে স্কোর বোর্ডের চাপ না থাকলেও সুযোগ হাতছাড়া করেছেন প্রাইম ব্যাংকের সৌম্য।
২২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর