স্পোর্টস ডেস্ক: ওপেনিংয়ে শুধু মানিয়ে নেওয়াই নয়, এবার দারুণ এক রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। ওপেনিংয়ে শুধু মানিয়ে নেওয়াই নয়, এবার দারুণ এক রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) বেশ ক’দিন হল ওপেনার বনে গেছেন ওয়েস্ট ইন্ডিয়ান অফ স্পিনার সুনিল নারাইন। আর সেই পজিশনে শুধু মানিয়ে নেওয়াই নয়, এবার দারুণ এক রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।
শনিবার রাতে গুজরাট লায়ন্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ১৭ বল ক্রিজে ছিলেন। এর মধ্যে স্কোরিং শট ছিল ১০টি। আর তাতে নয়টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন এই ক্যারিবিয়ান। আর তাতেই হয়ে যায় ৪২ রান।
কোনো সিঙ্গেল ছাড়া এটাই আইপিএলের সবচেয়ে বেশি রানের ইনিংস। এর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়ার। ২০০৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বাঁ-হাতি এই ওপেনার সিঙ্গেল না নিয়ে ৩৬ রান করেছিলেন।
২২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর