শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ০৩:২৩:৫৩

আইসিসিতে ‘তিন মোড়ল’ তত্ত্ব চায় ভারত, তীব্র বিরোধীতা করছে পাকিস্তান

 আইসিসিতে ‘তিন মোড়ল’ তত্ত্ব চায় ভারত, তীব্র বিরোধীতা করছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: ভারত মনেপ্রাণে চাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)‘তিন মোড়ল’ তত্ত্ব টিকিয়ে রাখুখ। আর চাইবে না বা কেনো? আইসিসির লভ্যাংশের একটা বড় অংশই তো যায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (বিসিসিআই)। তবে এ তত্ত্ব বাতিলে জোরালো দাবি জানিয়েছে পাকিস্তান। যেকোনোভাবেই তা বানচাল করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর তীব্র বিরোধীতা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

২৪ এপ্রিল আইসিসি সদস্যগুলোর প্রধানদের সভা হবে। সেই সভাতে উত্থাপন করা হবে বলেও জানিয়েছেন পিসিবি প্রধান শাহরিয়ার খান। এ তত্ত্বের তীব্র বিরোধীতা করে তিনি বলেন, আমরা সবসময় ‘বিগ থ্রি’র বিপক্ষে। এর কারণে আমরা প্রচুর ভুগেছি। ভারত আমাদের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ না খেলায় ব্যাপক লোকসান গুণতে হয়েছে আমাদের। ‘বিগ থ্রি’ টিকিয়ে রাখতে ভারতে যদি ওই সভায় প্রস্তাব তুলে তাহলের আমরা তীব্র বিরোধীতা করবো।

শুক্রবার লাহোরে টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, এ বিষয়ে আইসিসি বোর্ড সদস্যরা সভা ডাকতে যাচ্ছে। যতোটুকু আমার মনে হচ্ছে, জুনেই চূড়ান্ত সংবিধান পেয়ে যাবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আসছে সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

সূত্র জানায়, পাকিস্তান ছাড়াও আরো কয়েকটি বোর্ড এ মডেলের তীব্র বিরোধী।

একই দিনে মুম্বাইয়ে প্রশাসনিক কমিটির সঙ্গে সভা করেছেন বিসিসিআই’র ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী। সূত্র আরো জানায়, সেই তত্ত্ব টিকিয়ে রাখতে তারা আলোচনা চালিয়ে যাবে। তবে কারো স্বার্থে চরম আঘাত যেনো না লাগে সে বিষয়টি দেখা হবে।

গেলো মেয়াদে এন শীনিবাসন আইসিসির চেয়ারম্যান থাকার সময় ‘তিন মোড়ল’ তত্ত্বের প্রচলন করেন। এ তত্ত্ব অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বময় ক্ষমতা ভোগ করেছে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। পরে শশাঙ্ক মনোহর চেয়ারম্যান হলে তা নিয়ে প্রশ্ন উঠে।
২২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে