শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ০৪:৩৭:৪২

৩০ মে বাংলাদেশ বনাম ভারতের খেলা: একনজরে দেখে নিন বাকি ম্যাচের সময়-সূচী

৩০ মে বাংলাদেশ বনাম ভারতের খেলা: একনজরে দেখে নিন বাকি ম্যাচের সময়-সূচী

স্পোর্টস ডেস্ক: আগামী ১ জুন থেকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে শুরু হবে সপ্তম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (এই নামে এর আগে ছয়বার অনুষ্ঠিত হয়েছে)। আসন্ন আসরে ৮টি দল অংশ নেবে। দলগুলো হলো বাংলাদেশ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ড। মূল লড়াইয়ে নামার আগে ৬টি দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। টুর্নামেন্ট শুরুর আগে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বলে তাদের প্রস্তুতি ম্যাচের প্রয়োজন নেই।

আগামী ২৪ মে থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। শেষ হবে ২৯ মে। আর ১ জুন চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ইংলিশরা।

দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড না খেললেও, বাংলাদেশ-অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা-ভারত-পাকিস্তান-নিউজিল্যান্ড দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রস্তুমি ম্যাচ শুরু হবে ২৬ মে থেকে। শেষ হবে ৩০ মে।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিমূলক ম্যাচের সূচি :

তারিখ                   ম্যাচ                       ভেন্যু

২৬ মে ২০১৭    অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা           ওভাল,লন্ডন

২৭ মে ২০১৭    বাংলাদেশ-পাকিস্তান     এডজবাস্টন, বার্মিংহাম

২৮ মে ২০১৭    ভারত-নিউজিল্যান্ড           ওভাল, লন্ডন

২৯ মে ২০১৭    অস্ট্রেলিয়া-পাকিস্তান     এডজবাস্টন, বার্মিংহাম

৩০ মে ২০১৭    নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা     এডজবাস্টন, বার্মিংহাম

৩০ মে ২০১৭    বাংলাদেশ-ভারত          দ্য ওভাল, লন্ডন
২২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে