শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ০৪:৪৯:৪৪

যে কারণে আজও হায়দ্রাবাদের একাদশে নেই মুস্তাফিজ

যে কারণে আজও হায়দ্রাবাদের একাদশে নেই মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: টানা চার ম্যাচে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে একাদশের বাইরে রাখলো সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলে আজ দিনের প্রথম ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টসের মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচটিতে প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস।

আজকের ম্যাচে হায়দ্রাবাদের একাদশে থাকা চার বিদেশি খেলোয়াড় হচ্ছেন ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ময়জেস হেনরিকস ও রশীদ খান। তবে, অসুস্থতার কারণে আজ হায়দ্রাবাদের একাদশে নেই যুবরাজ সিং। তার জায়গায় খেলছেন বিপুল শর্মা।

গত ১১ এপ্রিল আইপিএল খেলতে ভারত যান টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। আর ১২ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামেন তিনি। ওই ম্যাচে মোস্তাফিজ ২.৪ ওভার বল করে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। হয়ত এই কারণে ওই ম্যাচের পর মুস্তাফিজুর রহমানকে আজও একাদশে রাখেনি সানরাইজার্স হায়দ্রাবাদ।

এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে চারটিতে জিতে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর পাঁচটি ম্যাচ খেলে দুইটিতে জিতে পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস।

সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, ময়জেস হেনরিকস, দীপক হুদা, নম্যান ওঝা (উইকেটরক্ষক), বিপুল শর্মা, ভুবনেশ্বর কুমার, রশীদ খান, মোহাম্মদ সিরাজ, সিদ্ধার্থ্য কাউল।

রাইজিং পুনে সুপারজায়ান্টস একাদশ: অজিঙ্কা রাহানে, রাহুল ত্রিপাথি, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), বেন স্টোকস, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, মনোজ তিওয়ারি, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকাত, ইমরান তাহির।
২২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে