শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ০৭:৫৭:৩৫

অবসর নিয়ে ইউনিসের নতুন ভাবনা

অবসর নিয়ে ইউনিসের নতুন ভাবনা

স্পোর্টস ডেস্ক: ঘোষণা অনুযায়ী ইউনিস খান ও মিসবাহ-উল-হকের জন্য চলতি ওয়েষ্ট ইন্ডিজ সিরিজটাই শেষ। চলতি মাসের শুরুতে বর্তমান অধিনায়ক মিসবাহের দুদিন পরই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ইউনিস খান। তবে বোর্ড এবং জনগন চাইলে আরও কিছুদিন ক্রিকেট চালিয়ে যাবেন বলে নতুন সুর তুলেছেন পাকিস্তানের মিডলঅর্ডার এ ব্যাটসম্যান ইউনিস খান।

পাকিস্তান ক্রিকেটারদের জন্য অবসর নাটক নতুন কোনো ঘটনা নয়। আগেও কয়েকবার অবসরের ঘোষণা দিয়ে মত পাল্টে খেলায় ফিরেন ইউনিস। ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ শেষেই সরে দাড়াবেন বলে জানিয়েছিলেন তিনি।

অবসর নিয়ে নতুন কোনো ভাবনা আছে কিনা জানতে চাইলে ইউনিস ক্রিকইনফোকে জানান, ‘হ্যা, আমি এটা নিয়ে ভাবতে চাই। সেটা সবটা নির্ভর করছে আমরা দল আমাকে কতটা চায় তার ওপর। যদি তারা আমাকে অনুরোধ করে এবং জনগন চায় তবে কেন নয়। তবে সবকিছুই আমার দলের ওপর নির্ভর করছে।’

ক্যারিয়ারের এখন পর্যন্ত ১১৫টি টেস্ট ম্যাচ খেলেছেন ইউনিস খান। আর মাত্র ২৩ রান হলেই প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন ডানহাতি এ মিডলঅর্ডার ব্যাটসম্যান।
২২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে