শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ০৮:৩০:০৮

হায়দ্রাবাদে কেন অবহেলার শিকার মুস্তাফিজ?

হায়দ্রাবাদে কেন অবহেলার শিকার মুস্তাফিজ?

স্পোর্টস ডেস্ক: গতবার যিনি সানরাইজার্স হায়দরাবাদের আইপিএল শিরোপা এনে দিয়েছিলেন, সেই মোস্তাফিজের ভাগ্য আজও খোলেনি। তাকে আজকের ম্যাচেও নেয়া হয়নি। বলা যায়, পুরোপুরি অবহেলাই করা হচ্ছে তাকে। হায়দ্রাবাদে কেন অবহেলার শিকার মুস্তাফিজ সেই প্রশ্নের উত্তরটা হায়দ্রাবাদ টিম ম্যানেজম্যান ভালোই দিতে পারবে?

মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে একটি ম্যাচ খেলার পর টানা গত তিনটি ম্যাচ বসিয়ে রাখা হয়েছে তাঁকে। আজ রাইজিং পুনের বিপক্ষে ম্যাচেও উপেক্ষিত হয়েছেন কাটার-মাস্টার। এ নিয়ে টানা চার ম্যাচ বসিয়ে রাখা হলো এই তরুণ বাঁহাতি পেসারকে।

মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে প্রথম ম্যাচে চরম ব্যর্থতায় হয়তো কাটার-মাস্টারকে একাদশে রাখার আস্থা পাচ্ছে না হায়দরাবাদ। সে ম্যাচে ২.৪ ওভার বল করে ৩৪ রান দেন তিনি। তা ছাড়া প্রথম ওভারে খরচ করেছিলেন ১৯ রান।

অবশ্য এখন গুঞ্জন শোনা যাচ্ছে মুস্তাফিজ দেশে ফিরে আসতে পারেন। কারণ কয়েকদিন বাদেই বাংলাদেশ দল ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প করতে ইংল্যান্ডে যাচ্ছে। কাটার-মাস্টারও হয়তো এই দলের সঙ্গেই ইংল্যান্ডে যেতে ঢাকায় ফিরে আসতে পারেন। অবশ্য নিশ্চিত করে কিছু জানা যায়নি এখনো।
২২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে