শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ১০:১০:১২

হায়দ্রাবাদের বিপক্ষে জয় পেয়ে যা বললেন ধোনি

হায়দ্রাবাদের বিপক্ষে জয় পেয়ে যা বললেন ধোনি

স্পোর্টস ডেস্ক: এবারের আইপিএলে ছন্দেও ছিলেন না।  সবাই ধোনির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন।  অবশেষে ধোনি জবাব দিলেন।  তবে সেটা মুখে নয় ব্যাটে।  পুণে সুপারজায়ন্ট বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে গর্জে উঠল মাহির ব্যাট।  শেষ ওভারে আবারও প্রমাণ করলেন, তিনি এখনও বেস্ট ফিনিশার।

৩৪ বলে অপরাজিত ৬১ রানের ঝড়ো ইনিংসে ভর করে সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেট পরাজিত করল রাইজিং পুনে সুপারজায়ান্ট।  হায়দরাবাদের দেয়া ১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ বলে জয় পায় পুনে।

ধোনি ৩৪ বলে ৬১ এবং মনোজ তিওয়ারি ৮ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।  এছাড়া রাহুল ত্রিপাথি ৫৯, স্টিভ স্মিথ ২৭ রান করেন।  হায়দরাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার, রশিদ খান ও বিপুল শর্মা প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন।

খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে ধোনি বলেন, ‘ কাজটা কঠিন ছিল।  কিন্তু এরকম ম্যাচ সবসময় জেতাই যায়।  আমরা খুব ভাল পারফর্ম করেছি।  মনোজ দুর্দান্ত সঙ্গ দিয়েছে।  ও সেরকম বল নষ্ট করেনি।  কোনও রানরেটই বড় না।  বিপক্ষের বোলাররা কেমন বল করছে সেটাই বড় ব্যাপার।  ওভার প্রতি সাত, আট, নয় কিংবা দশ রানটা বিষয় নয়।  ঠান্ডা মাথায় খেলতে পারলেই জেতা যায়। ’

ধোনির প্রশংসা করলেন স্মিথও।  তিনি বলেছেন, ‘অত্যন্ত চাপের মুখে ধোনি এই কাজটা দারুণ করে।  দীর্ঘদিন ধরেই ও এটা করে আসছে।  আজও সেরকমই। ’’

শনিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান করে হায়দরাবাদ।

দলের পক্ষে ময়েসেজ হিনরিকস ৫৫, ডেভিড ওয়ার্নার ৪৩, শেখর ধাওয়ান ৩০, কেন উইলিয়ামসন ২১ এবং দ্বিপক হুদা ১৯ রান করেন।  পুনের হয়ে ইমরান তাহির, ক্রিশ্চিয়ান ও উনাদকাট প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন।
২২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে