শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ১০:৫২:৫২

পাপন নিজেই বোমা ফাটালেন, পরিচালকদের ভয়ে ভীত থাকে আম্পায়াররা

পাপন নিজেই বোমা ফাটালেন, পরিচালকদের ভয়ে ভীত থাকে আম্পায়াররা

স্পোর্টস ডেস্ক: চার বলে ৯২ রান। বিস্ময়কর হলেও সত্য। গলির ক্রিকেটে নয়, ঘটনাটা কদিন আগেই ঘটে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে। তবে বোলার যে লাইন-লেন্থ মিস করে এতো রান দিয়েছেন তাও নয়। বাজে আম্পায়ারিংয়ের প্রতিবাদ জানাতেই এমনটা করেছিলেন লালমাটিয়ার সুজন মাহমুদ। এ নিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব মিডিয়াতেও সমালোচনার ঝড় ওঠে। শুধু এ ম্যাচেই নয়, গত কয়েক বছর থেকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সব টুর্নামেন্টেই এমনটা হয়ে আসছে। আম্পায়ারদের সিদ্ধান্তে ক্রুদ্ধ হয়ে মাঠ ছাড়ার পাশাপাশি হাতাহাতির ঘটনাও ঘটছে হরহামেশা। আম্পায়ারদের এমন ভুলের কারণ জানাতে গিয়ে রীতিমত বোমা ফাটিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। পরিচালকদের ভয়ে ভীত হয়েই আম্পায়াররা ইচ্ছাকৃত ভুল করেন বলে জানান তিনি।

ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের এমন সহজ ভুলের জন্য এখনই আম্পায়ারদের কাঠগড়ায় তুলতে রাজী নন পাপন। তারা আসলে কোন ধরণের ভুল করছেন তা সারেজমিনে দেখতে চান তিনি। তাই এবারের প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচ ভিডিও করা হচ্ছে। পাশাপাশি আগামী বছর থেকে ঘরোয়া ক্রিকেটের সকল স্তরেই ভিডিও রেকর্ডের ব্যবস্থা থাকবে বলে জানান তিনি। এর ফলে আম্পায়াররা কেউ ইচ্ছাকৃত ভুল করার সাহস পাবেন না বলে মনে করেন বিসিবি সভাপতি। এছাড়াও আম্পায়ারদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনবেন বলেও জানান। খুব শীঘ্রই আইসিসি থেকে উন্নত প্রশিক্ষক এনে আম্পায়ারদের গুনগত মান উন্নয়নের কাজ করা হবে।

‘আপনি যদি ক্রিকেটের ভবিষ্যত দেখেন, তাহলে আম্পায়ারদেরকে প্রাধান্য দিতেই হবে, তাদের শক্তিশালী করতেই হবে। একটা করে অভিযোগ আসবে, আর আম্পায়ারদের বাদ দিবেন, তাহলে তো সঠিক সিদ্ধান্তই পাবেন না। এমনিতেই পরিচালকদের ভয়ে আম্পায়াররা ভীত থাকে। তারপর যদি শাস্তির চাপ থাকে। তাহলে সঠিক সিদ্ধান্ত পাওয়া কঠিন।’- আম্পায়ারদের ব্যপারে এমনটাই বলেন নাজমুল।

এছাড়াও আম্পায়ারদের পক্ষে সাফাই গাইতে গিয়ে বাংলাদেশের সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের উদাহরণ টানেন নাজমুল। তাই আগামীতে সকল ম্যাচের ভিডিও দেখে বুঝেই আম্পায়ারদের শাস্তি দিবেন বলে জানান তিনি, ‘আপনি যদি শ্রীলঙ্কায় বাংলাদেশের সফর দেখেন, আম্পায়ারদের সিদ্ধান্ত কি ঠিক ছিলো? রিভিও সবই হেরে যাচ্ছে তারা, বলতে গেলে। রিভিউ ছিলো বলেই করতে পেরেছে। যদি কোনো অভিযোগ থাকে, আমরা যাতে খেলাগুলো দেখতে পারি। যাতে বুঝতে পারি, সঠিক না বেঠিক। না জেনে তো কিছু করা যাবে না।’

উল্লেখ্য, আগের দিন পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বোর্ড পরিচালক নাজমুল করিম টেংকু। উনার পরিবর্তে শেখ সোহেলকে আম্পায়ার্স কমিটির নতুন চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। এছাড়াও আম্পায়ারিং বিতর্ক নজরে রাখতে বোর্ড মিটিংয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আছেন জালাল ইউনুস, আকরাম খান ও শেখ সোহেল।
২২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে