শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ১১:০৮:৩২

৪১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২৮ রানেই অলআউট, ৩৯০ রানের শোচনীয় হার

৪১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২৮ রানেই অলআউট, ৩৯০ রানের শোচনীয় হার

স্পোর্টস ডেস্ক: আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লিগ এশিয়া রিজন ডিভিশন ওয়ানে সৌদি আরবের কাছে ৩৯০ রানে হেরেছে চীন। শনিবার টসে জিতে ব্যাট করতে মাঠে নামে সৌদি আরব। ব্যাটিংয়ের শুরু থেকেই রানের পাহাড় গড়ার আভাস দেয় দলটি।

মোহাম্মদ আফজালের ১০০ বলে ১২০ রান ও অধিনায়ক সোয়েব আলীর ৪১ বলে ৯১ রানের ঝড়ো ইনিংসে থাইল্যান্ডের চ্যাং মাইয়ের জিমখানা ক্লাব মাঠে অনুষ্ঠিত শনিবারের ম্যাচে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ৪১৮ রানের বিশাল স্কোর করে সৌদি আরব। এ ছাড়াও শাহবাজ রশিদ হাফ-সেঞ্চুরি করেন।

৪১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চীন ১২.৪ ওভারে মাত্র ২৮ রানে অল আউট! বল হাতেও সৌদিরা ছিলেন রীতিমতো বিধ্বংসী, যার বহিঃপ্রকাশ স্কোরকার্ডেই। চীনের তিনজন ছাড়া রানের খাতা কেউই খুলতে পারেননি।

যে তিনজন রান করেছেন, তাদের কেউই দুই অঙ্কে পৌঁছতে পারেননি। সৌদি আরবের ইব্রাহীম হক, ইমরান আরিফ ও শাহবাজ রশিদ প্রত্যেকেই তিনটি করে উইকেট নিয়েছেন।  
২২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে