স্পোর্টস ডেস্ক: জমে ওঠা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ বৃষ্টির কারণে পিছিয়ে গেলো। পাল্টে গেলো সূচি নতুন সূচি অনুসারে চতুর্থ রাউন্ড মাঠে গড়াবে ২৫শে এপ্রিল। কিছুটা বিলম্ব হলেও ১২ই এপ্রিল মাঠে গড়িয়েছিল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ। শুরু থেকেই জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিতে জমে উঠেছিল লীগের ব্যাটে-বলের লড়াই। জাতীয় দলের বাইরে থাকা ও সুযোগের অপেক্ষায় থাকা ক্রিকেটাররাও নিজেদের উজাড় করে দিচ্ছিল। এরই মধ্যে শেষ হয়েছে লীগের তৃতীয় রাউন্ড।
গতকাল মাঠে গড়ানোর কথা ছিল চতুর্থ রাউন্ডের খেলা। শনিবারের বৃষ্টিতে তিনটি ভেন্যুই খেলার অনুপযোগী হয়ে পড়ে। তাই সিসিডিএম এর সিদ্ধান্ত নেয় দুইদিন পিছিয়ে দেয়ার। সিসিডিএমের সমন্বয়ক আমিন খান। বলেন, গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে। কাল (রবিবার) ম্যাচ। কিন্তু এর মধ্যে মাঠগুলো পরিচর্যা করে প্রস্তুত করা সম্ভবও নয়।
আবার বৃষ্টির শঙ্কাও আছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি দুইদিন পিছিয়ে দেয়ার। মঙ্গলবার থেকে ফের মাঠে গড়াবে লীগের চতুর্থ রাউন্ড। আমরা চেষ্টা করতে পারতাম উইকেট প্রস্তুত করার। কিন্তু মানের দিক থেকে খুব ভালো কিছু হতো না।’ সাসেক্সে ১০ দিনের প্রস্তুতি এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন ট্রফি খেলতে বুধবার রাতে দেশ ছাড়ছেন জাতীয় ১৮ জন ক্রিকেটার। তবুও মঙ্গলবার চতুর্থ রাউন্ডের প্রথম দিনের ম্যাচে মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহীমদের খেলার বিষয়ে আশাবাদী আমিন খান।
গতকাল চতুর্থ রাউন্ডের প্রথম দিন ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মাঠে নামার কথা ছিল শিরোপা প্রত্যাশী আবাহনী লি. ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। বিকেএসপি-৪ মাঠে মুশফিকুর রহীমের লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হওয়ার কথা ছিল মোহাম্মদ আশরাফুলের কলাবাগান ক্রীড়া চক্রের। আর বিকেএসপি-৪ মাঠে প্রাইম দোলেশ্বরের মুখোমুখি হওয়ার কথা ছিল এই আসরে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্সের।
সূত্র মতে ফতুল্লা মাঠে আর কোনো বৃষ্টি না হলে গতকালই খেলা সম্ভব ছিল। কিন্তু বিকেএসপি-৩ ও ৪ মাঠে খেলা শুরু করাটাই বড় সমস্যা। কারণ ফতুল্লার তুলনাতে বিসিবির নিয়ন্ত্রণে থাকা এই দুটি ভেন্যু একটু নাজুক। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও একদিন পরপর ম্যাচ হওয়াতে এখানে দুটি উইকেট প্রস্তুত করা বেশ কঠিন। তার উপর গতকালের বৃষ্টিতে সারাদিন কাজই করতে পারেনি গ্রাউন্ডসম্যানরা। তাই বাধ্য হয়েই লীগ পেছাতে হয় সিসিডিএমকে। এবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় ঢাকার বাইরে হচ্ছে ঢাকার ক্লাব ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি।
বৃষ্টির কথা বিবেচনা করে এবারও রাখা হয়েছে রিজার্ভ ডে। কোনো ম্যাচ যদি খেলা বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে পরের দিন ঠিক সেখান থেকেই ম্যাচ শুরু হতে পারে বলে জানিয়েছেন আমিন খান। আর গোটা ম্যাচ পরিত্যক্ত হলে সূচিটাই বডিলি শিফট হয়ে যাবে বলে জানান তিনি। সেই ক্ষেত্রে সূচি নিয়েও কোনো সমস্যা হবে না। তবে এই ভাবে বৃষ্টি চলতে থাকার শঙ্কাতেও আছে সিসিডিএম। আমিন খান বলেন, ‘আসলে এখনতো বৃষ্টির মওসুম। প্রকৃতির সঙ্গে আমাদের লড়াইয়ের কিছু নেই। এভাবে বৃষ্টি হলে তো সূচি পিছিয়ে যেতে থাকবে।’
২৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর