স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করেন।
মাশরাফি বিন মুর্তজা অধিনায়কত্ব ছাড়ার পর সাকিব আল হাসানের নামই সবথেকে বেশি শোনা গিয়েছিল। বোর্ড সভাপতি নাজমুলের পছন্দের তালিকার শীর্ষে ছিলেন সাকিব। সেই সাকিবের হাতেই উঠল টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব। এর আগে সাকিবের নেতৃত্ব চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। চার ম্যাচের চারটিতেই হেরেছিল বাংলাদেশ।
২০১১ সালে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক থেকে সাকিবকে সরিয়ে দেয় বিসিবি। মুশফিকুর রহিম পান জাতীয় দলের দায়িত্ব। মুশফিকুর রহিম দুই বছর দায়িত্ব পালনের পর তার থেকে ‘বোঝা’ কমায় বিসিবি। টেস্ট অধিনায়কত্ব রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক করা হয় মাশরাফিকে। মাশরাফির হাত ধরে বদলে যায় বাংলাদেশ।
কিন্তু গত ৪ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শুরু হওয়ার ঠিক আগে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন নড়াইল এক্সপ্রেস। পাশাপাশি বাংলাদেশকেও নেতৃত্ব দিবেন মাশরাফি।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবথেকে অভিজ্ঞ সাকিব আল হাসান। জাতীয় দলের পাশাপাশি বিপিএল, আইপিএল, পিএসএল, সিপিএলে নিয়মিত খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এখন এ ক্রিকেটারের হাত ধরে টি-টোয়েন্টিতেও বাংলাদেশের ভাগ্য পাল্টায় কি না সেটাই দেখার।
২৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর