স্পোর্টস ডেস্ক: প্রথম পাকিস্তানি হিসেবে টেস্টে ১০ হাজার রান পূর্ণ করতে ২৩ রানের অপেক্ষায় ইউনুস খান।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটন টেস্টে দুরন্ত শুরুর পরও দ্বিতীয় দিন ব্যাটে নামতে পারেনি পাকিস্তান। ইউনুসের অপেক্ষা বাড়ায় প্রকৃতি। বৃষ্টির কারণে মাত্র ১১ দশমিক ৩ ওভারের বেশি খেলা হতে পারেনি এদিন। আর ক্যারিবীয়রাও অলআউট হয়নি।
প্রথম দিন শেষে ৭ উইকেটে ২৪৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন খেলা শুরু হয় নির্ধারিত সময়ের চার ঘন্টা পর। আগের দিন ৫৫ রানে অবিচ্ছিন্ন থাকা জেসন হোল্ডার ও দেবেন্দ্র বিশু এদিন আরও ২০ রান যোগ করেন।
তবে ক্যারিবীয় ছন্দে ছেদ টানেন মোহাম্মদ আমির। আগের দিনের ৩ উইকেটের পর এদিন আরও ২ উইকেট নেন তিনি। লর্ডস কেলেঙ্কারীর পর ক্রিকেটে ফিরে এই প্রথমবার ৫ উইকেট পেলেন আমির। এর পরে সেজদায় লুটিয়ে পড়েন তিনি।
স্বাগতিকরা দিন শেষ করে ৯ উইকটে ২৭৮ রান তুলে। ৫৫ রানে অপরাজিত অধিনায়ক হোল্ডার। সঙ্গী স্যানন গ্যাব্রিয়েল অপরাজিত রয়েছেন ৪ রানে।
২৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর